দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত ও জোরালো করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনী। শুক্রবার, নয়াদিল্লীতে, ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরি কুমার এবং অজি নৌ প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক হ্যামন্ড এর মধ্যকার বৈঠকে পূর্বোক্ত বিষয়ে বিশদ আলোচনা হয়।
পরবর্তীতে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রচলিত এবং উদীয়মান সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সহযোগিতামূলক উপায় নিয়েও আলোচনা করেছেন ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দেশের নৌবাহিনী প্রধান। একটি মুক্ত, উন্মুক্ত এবং অন্তর্ভুক্ত ইন্দো-প্যাসিফিক/আইওআর বাস্তবায়নের জন্য সহযোগিতা এবং আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়ে বিশদ মতবিনিময় করেন তারা।
উল্লেখ্য, তিনদিনের ভারত সফরে এসেছিলেন রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল হ্যামন্ড। ০৯ থেকে ১১ মার্চ অবধি ভারতে সফর করেন তিনি। অ্যাডমিরাল হ্যামন্ডকে স্বাগত জানাতে সাউথ ব্লক লনে একটি চিত্তাকর্ষক গার্ড অফ অনার দেয় ভারতীয় নৌসেনা।
প্রসঙ্গত, এমন এক সময়ে দুই নৌপ্রধানের বৈঠকটি অনুষ্ঠিত হলো, যার ঠিক একদিন পূর্বেই প্রতিরক্ষা সহযোগিতাকে ভারত-অস্ট্রেলিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বর্ণনা করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের ভারত সফরেরও অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিলো প্রতিরক্ষা সহযোগিতা।
এদিকে, অস্ট্রেলিয়ার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম ভারত সফরে মহারাষ্ট্রের মুম্বাইতে ভারতীয় নৌবাহিনীর দেশীয় বিমান বাহক আইএনএস বিক্রান্তে চড়েছিলেন প্রধানমন্ত্রী আলবানিজ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক