০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-জাপানের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু

জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স (জেএএসডিএফ) এর সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে ভারতের বিমান বাহিনী। শিন্যু মৈত্রী – ২০২৩ নামের মহড়াটি চলবে ১ এবং ২ মার্চ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়াটি গত ১৩ ফেব্রুয়ারী শুরু হওয়া ভারত-জাপান যৌথ সামরিক মহড়া ‘বীর গার্ডিয়ান’ -এর আদলে আয়োজিত হয়েছে।

জানা গিয়েছে, শিন্যু মৈত্রী মহড়াটিতে ভারত একটি সি-১৭ গ্লোবমাস্টার III বিমান নিয়ে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, একই সময়ে যুক্তরাজ্যে যৌথ সামরিক মহড়া কোবরাতে অংশ নিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

প্রতিরক্ষা দপ্তর আরও জানিয়েছে, মহড়াটির উদ্দেশ্য উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। শিন্যু মৈত্রী মহড়ার প্রথম ধাপে পরিবহন অপারেশন এবং কৌশলগত অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়, তারপর বিমান প্রদর্শনী হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

ভারত-জাপানের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু

প্রকাশ: ০১:৩৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স (জেএএসডিএফ) এর সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে ভারতের বিমান বাহিনী। শিন্যু মৈত্রী – ২০২৩ নামের মহড়াটি চলবে ১ এবং ২ মার্চ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়াটি গত ১৩ ফেব্রুয়ারী শুরু হওয়া ভারত-জাপান যৌথ সামরিক মহড়া ‘বীর গার্ডিয়ান’ -এর আদলে আয়োজিত হয়েছে।

জানা গিয়েছে, শিন্যু মৈত্রী মহড়াটিতে ভারত একটি সি-১৭ গ্লোবমাস্টার III বিমান নিয়ে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, একই সময়ে যুক্তরাজ্যে যৌথ সামরিক মহড়া কোবরাতে অংশ নিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

প্রতিরক্ষা দপ্তর আরও জানিয়েছে, মহড়াটির উদ্দেশ্য উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। শিন্যু মৈত্রী মহড়ার প্রথম ধাপে পরিবহন অপারেশন এবং কৌশলগত অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়, তারপর বিমান প্রদর্শনী হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক