০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়া-বোয়িং চুক্তিতে উচ্ছ্বসিত মোদী-বাইডেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সূত্রের খবর, মঙ্গলবারের সেই কথোপকথনে ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্কের গভীরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোদী। ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়া ও মার্কিন সংস্থা বোয়িং-এর মধ্যে যে চুক্তি হয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন দুই রাষ্ট্রনেতা। এই চুক্তির ফলে শুধুমাত্র বাণিজ্যিক লাভ নয়, দুই দেশে কর্মসংস্থান বাড়বে বলেও মনে করছেন তাঁরা।

ভারতে অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্র যেভাবে বিস্তৃত হয়েছে, তার অংশ হয়ে উঠতে বোয়িং সহ অন্যান্য মার্কিন সংস্থাকে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়া ভারতের সভাপতিত্বে যাতে জি-২০ সম্মেলন সফল হয়, তার জন্য আমেরিকাকেও পাশে থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী, আমেরিকার সংস্থা বোয়িং-এর কাছ থেকে ২২০ টি বিমান কিনবে টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া। প্রায় ৩,৪০০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮২ হাজার কোটির চুক্তি হয়েছে দুই দেশের সংস্থার মধ্যে। জো বাইডেন এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, মঙ্গলবারই ফ্রান্সের সংস্থা এয়ারবাসের সঙ্গেও একটি চুক্তি হয়েছে এয়ার ইন্ডিয়ার। ২৫০টি এয়ারবাসের বিমান কেনার চুক্তি করেছে ভারত। প্রধানমন্ত্রী এই চুক্তিকে ভারত-ফ্রান্স সম্পর্কের প্রতীক বলে অভিহিত করেছেন। অন্যদিকে ফরাসী প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি।

প্রধানমন্ত্রী অসামরিক বিমান পরিবহণকে ভারতের বিকাশের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন এদিন। তিনি আরও বলেন, ভারত সরকারের জাতীয় পরিকাঠামো কৌশলের অন্যতম অংশ হল অসামরিক বিমানবন্দর। তিনি জানান, গত ৮ বছরে ভারতের মোট বিমানের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭ হয়েছে। এছাড়া, সরকারের ‘উড়ান’ প্রকল্পের জন্য দেশের প্রান্তিক এলাকাগুলোও এবার বিমান পরিষেবা পাবে বলে জানিয়েছেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

এয়ার ইন্ডিয়া-বোয়িং চুক্তিতে উচ্ছ্বসিত মোদী-বাইডেন

প্রকাশ: ০২:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সূত্রের খবর, মঙ্গলবারের সেই কথোপকথনে ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্কের গভীরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোদী। ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়া ও মার্কিন সংস্থা বোয়িং-এর মধ্যে যে চুক্তি হয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন দুই রাষ্ট্রনেতা। এই চুক্তির ফলে শুধুমাত্র বাণিজ্যিক লাভ নয়, দুই দেশে কর্মসংস্থান বাড়বে বলেও মনে করছেন তাঁরা।

ভারতে অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্র যেভাবে বিস্তৃত হয়েছে, তার অংশ হয়ে উঠতে বোয়িং সহ অন্যান্য মার্কিন সংস্থাকে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়া ভারতের সভাপতিত্বে যাতে জি-২০ সম্মেলন সফল হয়, তার জন্য আমেরিকাকেও পাশে থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী, আমেরিকার সংস্থা বোয়িং-এর কাছ থেকে ২২০ টি বিমান কিনবে টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া। প্রায় ৩,৪০০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮২ হাজার কোটির চুক্তি হয়েছে দুই দেশের সংস্থার মধ্যে। জো বাইডেন এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, মঙ্গলবারই ফ্রান্সের সংস্থা এয়ারবাসের সঙ্গেও একটি চুক্তি হয়েছে এয়ার ইন্ডিয়ার। ২৫০টি এয়ারবাসের বিমান কেনার চুক্তি করেছে ভারত। প্রধানমন্ত্রী এই চুক্তিকে ভারত-ফ্রান্স সম্পর্কের প্রতীক বলে অভিহিত করেছেন। অন্যদিকে ফরাসী প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি।

প্রধানমন্ত্রী অসামরিক বিমান পরিবহণকে ভারতের বিকাশের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন এদিন। তিনি আরও বলেন, ভারত সরকারের জাতীয় পরিকাঠামো কৌশলের অন্যতম অংশ হল অসামরিক বিমানবন্দর। তিনি জানান, গত ৮ বছরে ভারতের মোট বিমানের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭ হয়েছে। এছাড়া, সরকারের ‘উড়ান’ প্রকল্পের জন্য দেশের প্রান্তিক এলাকাগুলোও এবার বিমান পরিষেবা পাবে বলে জানিয়েছেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক