০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীরা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর: মোদী

সোমবার ইন্দোরে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সম্মেলন থেকে বলেন, দেশের প্রাণকেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তিনি খুশি। তিনি এ দিন সম্মেলনে বলেন বিদেশের মাটিতে বহু ভারতীয় দেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে বসবাস করেন।

সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কারণে এদেশের প্রতি বিশ্বের উৎসাহ বেড়েছে। আর ভারত সম্পর্কে গোটা বিশ্বের বাড়তে থাকা আগ্রহ মেটাতে এই অনাবাসী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই সম্মেলেন বক্তৃতা দেওয়ার সময় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এই দিন সম্মেলন থেকে ভারতের প্রথমবারের জন্য জি২০ সম্মেলনে সভাপতিত্বের কথা বলেন তিনি। মোদী এদিন বলেছেন, “আগামী দিনে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। আর তাই ভারত নিয়ে কৌতূহলও থাকবে। আর সে কারণেই বিদেশে বসবাসরত ভারতীয়দের দায়িত্বও বহুগুণ বেড়ে যায়। আপনি ভারত সম্পর্কে যত বেশি জানবেন, ততই আপনি অন্যদের সত্যিটা বলতে পারবেন।”

এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট ডঃ মোহম্মদ ইরফান আলি। আর সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন সুরিনেমের প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সান্তোখি।

এদিন আলি বক্তব্য রাখার সময় করোনা অতিমারির সময় মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, “যে সময় সকলে নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছিল ভারত এগিয়ে এসেছিল। আপনি (মোদী) যখন বিভিন্ন দেশে টিকা পাঠিয়েছিলেন তখন গোটা বিশ্বকেই দেখিয়েছিলেন আসল ভালবাসা ও আশা কাকে বলে।”

এদিন মোদী আরও বলেছেন, “এইবারের প্রবাসী ভারতীয় দিবস বিভিন্ন দিক থেকেই বিশেষ। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করেছি। এখানে স্বাধীনতা সংগ্রামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশ অমৃতকালে প্রবেশ করেছে। ভারতের বৈশ্বিক দৃষ্টি আরও শক্তিশালী হবে এই সময়কালে।”

এদিকে এই সম্মেলনের পাশাপাশি আজ দুই প্রেসিডেন্টের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। আগামীকাল এই সম্মেলনে ২৭ জন অনাবাসী ভারতীয়দের হাতে প্রবাসী ভারতীয় সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

প্রবাসীরা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর: মোদী

প্রকাশ: ০৪:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

সোমবার ইন্দোরে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সম্মেলন থেকে বলেন, দেশের প্রাণকেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তিনি খুশি। তিনি এ দিন সম্মেলনে বলেন বিদেশের মাটিতে বহু ভারতীয় দেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে বসবাস করেন।

সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কারণে এদেশের প্রতি বিশ্বের উৎসাহ বেড়েছে। আর ভারত সম্পর্কে গোটা বিশ্বের বাড়তে থাকা আগ্রহ মেটাতে এই অনাবাসী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই সম্মেলেন বক্তৃতা দেওয়ার সময় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এই দিন সম্মেলন থেকে ভারতের প্রথমবারের জন্য জি২০ সম্মেলনে সভাপতিত্বের কথা বলেন তিনি। মোদী এদিন বলেছেন, “আগামী দিনে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। আর তাই ভারত নিয়ে কৌতূহলও থাকবে। আর সে কারণেই বিদেশে বসবাসরত ভারতীয়দের দায়িত্বও বহুগুণ বেড়ে যায়। আপনি ভারত সম্পর্কে যত বেশি জানবেন, ততই আপনি অন্যদের সত্যিটা বলতে পারবেন।”

এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট ডঃ মোহম্মদ ইরফান আলি। আর সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন সুরিনেমের প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সান্তোখি।

এদিন আলি বক্তব্য রাখার সময় করোনা অতিমারির সময় মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, “যে সময় সকলে নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছিল ভারত এগিয়ে এসেছিল। আপনি (মোদী) যখন বিভিন্ন দেশে টিকা পাঠিয়েছিলেন তখন গোটা বিশ্বকেই দেখিয়েছিলেন আসল ভালবাসা ও আশা কাকে বলে।”

এদিন মোদী আরও বলেছেন, “এইবারের প্রবাসী ভারতীয় দিবস বিভিন্ন দিক থেকেই বিশেষ। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করেছি। এখানে স্বাধীনতা সংগ্রামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশ অমৃতকালে প্রবেশ করেছে। ভারতের বৈশ্বিক দৃষ্টি আরও শক্তিশালী হবে এই সময়কালে।”

এদিকে এই সম্মেলনের পাশাপাশি আজ দুই প্রেসিডেন্টের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। আগামীকাল এই সম্মেলনে ২৭ জন অনাবাসী ভারতীয়দের হাতে প্রবাসী ভারতীয় সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক