জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভারতের চলমান প্রেসিডেন্সির আওতায় দুটো গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর দেশটিতে অবস্থান করবেন তিনি।
তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৪ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে মন্ত্রী পর্যায়ের উচ্চ-স্তরের উন্মুক্ত বিতর্ক ‘নিউ ওরিয়েন্টেশন ফর রিফর্মড মাল্টিলেটারিজম’ -এ অংশ নিবেন জয়শঙ্কর। পরবর্তীতে ১৫ ডিসেম্বর সদস্য দেশগুলোর সঙ্গে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি – চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ -শীর্ষক আলোচনায় অংশ নিবেন তিনি।
জানা গিয়েছে, নিউইয়র্কের এবারের সফরকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর।
এদিকে, ভারতের হয়ে সরব হয়েছে রাশিয়া। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা নিয়ে ইউক্রেন এর আগেই ভারতের পাশে দাঁড়িয়েছে। এবার সেই পথেই হাঁটল রাশিয়া। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এ প্রসঙ্গ নিয়ে মুখ খুলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ মনে করেন ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য যোগ্য দাবিদার। তাঁর মতে, এই ভারত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক