ভারতের স্বাধীনতা আন্দোলন এবং নেতাজীর ইতিহাস কে বিকৃত করা হচ্ছে ,এই মর্মে এবার কলকাতা হাই কোর্টে পিইআইএল দায়ের করেছেন নেতাজী পরিবারের কয়েকজন সদস্যবর্গ। নেতাজির আত্মীয় এবং পিটিশনকারী চন্দ্র বোস এবং সৌম্য শঙ্কর বোস দাবি করেছেন- বিশেষ ভাবে চলচ্চিত্র এবং গণমাধ্যমে যে কোনো ধরণের ভুল তথ্যের মাধ্যমে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিকৃতি রোধ করতে চান তারা।
জাতীয় বীরদের জীবন ও কৃতিত্ব, বিশেষ করে নেতাজী সুভাষ চন্দ্র বসুকে চলচ্চিত্র এবং বিভিন্ন ধরণের মিডিয়াতে বিকৃত করা হচ্ছে বলে দাবি করে এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য কেন্দ্রের নির্দেশনা চেয়ে কলকাতা হাইকোর্টে একটি পিআইএলটি দায়ের করা হয়েছে।
দাবি করা হচ্ছে যে ভারত সরকার ইতোমধ্যে নেতাজির উপর বিভিন্ন তথ্য কমিশন পরিচালনা করেছে এবং এগুলোর রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সংসদে স্বীকার করা হয়েছে। আবেদনকারী চলচ্চিত্র এবং গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন অপ্রমানিত তত্ত্ব ছড়িয়ে ব্যক্তিগত মুনাফাখোর অভিযোগ করেছেন।
বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, পিআইএল আগামী ৯ জানুয়ারি ২০২৩ শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। তারা জানান, ভারতীয় ইতিহাসের সঠিক আখ্যান সংরক্ষণ এবং এর বিকৃতি রোধ করতে চান তারা।
আবেদনকারীরা বলেন যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে যেকোন কথা কল্পনাপ্রসুত গদ্য বা ষড়যন্ত্র তত্ত্ব ছাড়াই বলতে হবে। তারা জানান, নেতাজী ছদ্মবেশে এবং মুক্ত ও স্বাধীন ভারতে লুকিয়ে থাকার মতো সমস্ত তথ্যগুলো কমিশন প্রত্যাখ্যান করেছে।
আবেদনকারীরা বলেছেন উত্তর প্রদেশ সরকার কর্তৃক গঠিত বিচারপতি সাহাই কমিশন এ ধারণাটিকেও প্রত্যাখ্যান করেছেন যে নেতাজী বোস ছিলেন ‘গুমনামি বাবা’। তারা দাবি করেন, নেতাজি বসু পৌরানিক কাহিনী বা কল্পকাহিনীর কোন চরিত্র নন যে তার জীবন এবং উত্তরাধিকারের গুজব ছড়ানো এবং গল্পকারদের কল্পনার জন্য উন্মুক্ত হবে।