মুন্সীগঞ্জ প্রতিনিধি: “ পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মুন্সিগঞ্জ মা ও শিশু কল্যাণ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপ-পরিচালক ডাঃ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও অংশ নেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সুমন বণিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেন, ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ এনামুল হক, মুন্সীগঞ্জ সদর মেডিকেল অফিসার (এমসিএইচ এফসি) ডাঃ আসাদুজ্জামান বাপ্পি, মেডিক্যাল অফিসার ডাঃ মো. খোরশেদ আলম, জাতীয় মহিলা সংস্থার মুন্সীগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডাঃ মনোয়ারা বেগম প্রমুখ।
উল্লেখ্য, শনিবার ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রচার সপ্তাহ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে জেলাব্যাপী পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ এবং কৈশোরকালিন মাতৃত্ব রোধে নানা কর্মকা- পরিচালিত হবে।