ভারত থেকে নির্দিষ্ট খাতে চুক্তিভিত্তিক দক্ষ কর্মী নেয়ার সংখ্যা বাঁড়াতে পারে জাপান। গত মঙ্গলবার, নয়াদিল্লিতে ভারত-জাপানের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মধ্যে হওয়া তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠকে এমনই নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গিয়েছে, চুক্তির আলোকে জাপানী ভাষায় পারদর্শী এমন কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া, প্রযুক্তি খাতে বিশেষ দক্ষতার বিষয়টি ভীষণভাবে প্রভাব ফেলবে কর্মী গ্রহণের ক্ষেত্রে। উল্লেখ্য, ২০২১ সালে করা এক সমঝোতার ভিত্তিতে বর্তমানে প্রযুক্তি, রিয়েল এস্টেট সহ বিভিন্ন সেক্টরে ভারত থেকে দক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে জাপান।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। কর্মী বিনিময় ছাড়াও ডিজিটাল প্রযুক্তি এবং প্ল্যাটফর্মের ব্যবহার, ভারতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো, বাস্তবায়নের ক্ষেত্র সম্প্রসারণ এর মতো বিষয়াদি নিয়ে আলোচনা করেছে দু দেশের প্রতিনিধিগণ।
এছাড়াও, ভারত থেকে নার্স এবং কৃষি বিষয়ে দক্ষ শ্রমিক নেয়ার বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বৈঠকে।
বৈঠকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব অনুরাগ ভূষণ এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের যুগ্ম সচিব কে.কে. দ্বিবেদী। অন্যদিকে, জাপানী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির প্রতিমন্ত্রী নাকাগাওয়া সুতোমু। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক