দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় পর্যালোচনা পূর্বক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত ও কিরগিজ প্রজাতন্ত্র। সোমবার (১৪ নভেম্বর) বিশকেকে উভয় দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের ১২তম পরামর্শ সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, আলোচনার সময় উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা, উন্নয়ন অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা, কনস্যুলার বিষয়, সাংস্কৃতিক সহযোগিতা এবং সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক পর্যালোচনা করেছে এবং সম্পর্ক বাঁড়াতে একমত হয়েছে।
এছাড়া, গত ২৭ জানুয়ারী অনুষ্ঠিত প্রথম ভারত-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের সময় গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির পর্যালোচনাও করে উভয় পক্ষ। পাশাপাশি, পারস্পরিক স্বার্থের বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং কিরগিজ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী আইবেক মুহতারোভিচ আরতিকবায়েভ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক