অনলাইন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন এনে চমক দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মেট এক্স নামের ফোনটিতে ফাইভজির সমন্বয়, ফোল্ডেবল স্ক্রিন, এআইয়ের মতো বিষয় যুক্ত হয়েছে। উদ্ভাবনী এ ফোনের জন্য বেশ কিছু বিভাগে এবার পুরস্কার পেয়েছে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মেট এক্স মোট ৩১টি পুরস্কার জিতেছে। এর মধ্যে একটি হচ্ছে জিএসএমএ অ্যাওয়ার্ড। এর বাইরে ‘বেস্ট নিউ কানেক্টেড মোবাইল ডিভাইস’ বিভাগেও পুরস্কার জিতেছে ফোনটি।
মেট এক্স ফোনে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৫৫ ওয়াট হুয়াওয়ে সুপার চার্জ, সাত ন্যানোমিটার মাল্টি মুড মডেম চিপসেট বলং ৫০০০, মেকানিক্যাল হিঞ্জ ব্যবহার করা হয়েছে। ভাঁজ করার সময় স্মার্টফোনটির আকার হয় ৬ দশমিক ৬ ইঞ্চি এবং খুললে এটি ৮ ইঞ্চি হয়ে যায়।
সায়েন্স অ্যান্ড ফিকশন ইমাজিনেশন হিসেবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৯’ পুরস্কার দিয়েছে মেট এক্সকে। টমস গাইডের কাছ থেকে পেয়েছে ‘বেস্ট ইন শো’ পুরস্কার। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৯’ পুরস্কার দিয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস উদ্ভাবনী ফিচারের জন্য মেট এক্সকে ‘বেস্ট ইমার্জিং টেকনোলজি’ হিসেবে পুরস্কৃত করে। এর বাইরে ট্রাস্টেড রিভিউ, টেকঅ্যাডভাইজার, অ্যান্ড্রয়েড অথোরিটি, পকেট-লিন্ট, বিজিআর, অ্যান্ড্রয়েড পুলিশ, এক্সপার্ট রিভিউজ, অ্যান্ড্রয়েড হেডলাইন, স্ল্যশগিয়ার, উবারগিজমো, ফোনএরেনা, টিথ্রি, টেকনোবাফেলো, মি. মোবাইল, গিয়ারব্রেইন, টক অ্যান্ড্রয়েড, গ্যাজেটমাচ, গিয়ার ডায়েরি, গিকস্পিন, টেকবক্স, মাইফোন, আইটি ওয়ার্ল্ড কানাডা, ম্যাশাবল ও স্টাফের কাছ থেকেও স্বীকৃতি পেয়েছে মেটএক্স।