ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সোমবার শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি একসঙ্গে কাজ করবেন ও ২০৩০ রোডম্যাপকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।
মোদী টুইট করে জানিয়েছেন, ঋষি সুনাককে উষ্ণ অভিনন্দন। আন্তর্জাতিক ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করা ও ২০৩০ রোডম্যাপকে বাস্তবায়িত করার দিকে তাকিয়ে রয়েছি। ইউকে ইন্ডিয়ানদের লিভিং ব্রিজকে দিওয়ালির বিশেষ শুভেচ্ছা। ঐতিহাসিক বন্ধনকে আমরা আধুনিক অংশীদারিত্বে পরিণত করব।
এভাবেই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। প্রাক্তন অর্থমন্ত্রী সুনাক ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন।
সূত্রের খবর, রাজা তৃতীয় চার্লস দ্রুত ডেকে পাঠাবেন সুনাককে। সরকার তৈরির জন্যই তাঁকে ডাকা হবে। শীঘ্রই ট্রাসের হাত থেকে ক্ষমতার হস্তান্তর হবে। তারপরই ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন।
এদিকে, নানা দিক থেকে সুনাকের এই জয়যাত্রা এক কথায় ঐতিহাসিক। সাউথ এশিয়ান হেরিটেজের দিক থেকে তিনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনিই প্রথম হিন্দু যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন। ২০০ বছরের ইতিহাসে তিনি কনিষ্ঠতম ব্যক্তি যিনি এই চেয়ারে বসছেন। তিনি মূলত বিভক্ত হয়ে যাওয়া একটি দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক