দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক তা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত এবং ইথিওপিয়া। সোমবার, আফ্রিকান রাষ্ট্রটির রাজধানী আদ্দিস আবাবায় দু দেশের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ৪র্থ পরামর্শ সভায় (রাউন্ড অফ ফরেন অফিস কনসালটেশন) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, উভয় প্রতিনিধিদল পরামর্শের সময় দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসরের পর্যালোচনা করেছে। তারা রাজনৈতিক ব্যস্ততা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন; যথা: বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়, উন্নয়ন অংশীদারিত্ব প্রকল্প, সাংস্কৃতিক ও কনস্যুলার বিষয়, উচ্চ শিক্ষায় সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি।
এছাড়াও, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, কৃষি ও সংশ্লিষ্ট খাত এবং বেসামরিক বিমান চলাচলের মতো ক্ষেত্রের সম্প্রসারণে কাজ করতেও সম্মত হয়েছে উভয় পক্ষ। পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু এবং এই সম্পর্কিত অন্যান্য বিষয়েও মতবিনিময় হয় প্রতিনিধিদের।
বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাণবন্ত এবং পারস্পরিকভাবে উপকারী রাখতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিনিময় এবং যৌথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার নিয়মিত বৈঠক চালিয়ে যেতে সম্মত হয়েছে।
পাশাপাশি, উভয় পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব যৌথ বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি (জেএসটিসি), জয়েন্ট ট্রেড কমিটি (জেটিসি) ইত্যাদি প্রাতিষ্ঠানিক সংস্থাগুলোর বৈঠক ডাকতে এবং নিয়মিত দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য পরবর্তী মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের আয়োজনের দিকে কাজ করতে সম্মত হয়েছে।
বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় এর যুগ্ম সচিব (পূর্ব ও দক্ষিণ আফ্রিকা) পুনীত আর কুন্ডল এবং ইথিওপিয়ার নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় জাতি বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত গেবেয়েহু গঙ্গা গাইতো (পিএইচডি)।
উভয় পক্ষই পারস্পরিক সম্মত তারিখে নয়াদিল্লিতে পরবর্তী দফা আলোচনার জন্য সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক