তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার, উজবেকিস্তানের সমরখন্দে আঞ্চলিক নিরাপত্তা সংগঠন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২২তম সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই নেতা। এসময়, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ বিদ্যমান নানা ইস্যু নিয়ে মতবিনিময় করেন উভয়ে।
বৈঠক পরবর্তীতে এক টুইটবার্তায় মোদী জানান, “রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছি এবং আমাদের জনগণের সুবিধার জন্য অর্থনৈতিক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করেছি।”
এছাড়া, এক বিবৃতিতে বৈঠকের বিষয়ে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরও। তারা জানায়, “সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে, অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ভারত ও তুরস্কের।”
জানা গিয়েছে, বৈঠককালে আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক