গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরোল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। আগামী সোমবার তাঁর শেষকৃত্যে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই কথা। বিবৃতি অনুযায়ী, শনিবার লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গত ১১ সেপ্টেম্বর জাতীয় শোক পালিত হয়েছে ভারতে। তাঁর রাজত্বের ৭০ বছরে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় এবং দৃঢ় হয়েছে। উল্লেখ্য, রানির মৃত্যুর খবর সামনে আসতেই রাষ্ট্রপতি মুর্মু থেকে শুরু করে উপরাষ্ট্রপতি ধনখড়, প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করেন।
সূত্র অনুযায়ী, সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষজন। তাঁর কফিনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাঁর ৪ সন্তান- রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স এডওয়ার্ড ও প্রিন্স অ্যান্ড্রু। হলিরুড প্যালেস থেকে ক্যাথিড্রালে নিয়ে আসা হয় তাঁর দেহ।
স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষ হলে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় লন্ডন পৌঁছেছে কফিন। বুধবার ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে রানির দেহ। এরপর আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমজনতা রানিকে অন্তিম শ্রদ্ধা জানাতে পারবে। তারপর সেদিনই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশে সমাহিত করা হবে তাঁকে।
জানা গিয়েছে, রাষ্ট্রপতির পাশাপাশি রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছেও ১০ ডাউনিং স্ট্রিটের আমন্ত্রণ এসেছে। কিন্তু সূত্র অনুযায়ী, তাঁর লন্ডনে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে। কারণ সে সময় এসসিও বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরকন্দে থাকবেন নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট পুতিন ও চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে সেখানে বৈঠক রয়েছে তাঁর। তবে আগামী ২৭ তারিখ জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে টোকিয়ো যাওয়ার কথা রয়েছে নমোর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক