রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত। রোববার (১১ সেপ্টেম্বর) শোক পালন করবে দেশটি। এদিন অর্ধনমিত থাকবে ভারতের জাতীয় পতাকা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রানি এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে ১১ সেপ্টেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সব সরকারি দপ্তর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতেন। বৃহস্পতিবার রাজ পরিবারকে চিরতরে বিদায় জানালেন সেই রানি। তার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণও করেন টুইটারে।
রানির অসুস্থতার খবর পেয়েই স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন রাজপরিবারের সদস্যরা। ব্রিটেনের স্থানীয় সময় দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি। গতকাল রাতে বালমোরাল ক্যাসলেই ছিল তার মরদেহ। শুক্রবার রানি এলিজাবেথের মরদেহ লন্ডনে নিয়ে যাওয়া হবে। ১০ থেকে ১১ দিন পর রানির রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হতে পারে।
১৯৫৩ সালে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের রানি হিসেবে অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের। রাজপরিবারের সরাসরি উত্তরাধিকারী হওয়ার সূত্রেই তার মাথায় উঠেছিল রানির মুকুট। ব্রিটেনের শাসন ব্যবস্থা পরিচালনার পাশাপাশি আলোচনার বিষয় হয়ে উঠেছিল রানির সাজ পোশাকও। মাঝে মাঝে রাজপরিবারের অন্যান্য সদস্যদের কার্যকলাপের ফলে অস্বস্তিতে পড়তে হলেও রাজপরিবারের হাল ধরেছেন দক্ষ হাতে। তার মৃত্যুতে ব্রিটেনে নেমে এলো শোকের ছায়া। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক