০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বন্দী তালিকা বিনিময় করলো ভারত-পাকিস্তান

পাকিস্তান এবং ভারত পরমাণু স্থাপনার তালিকা বিনিময় হয়ে গেছে আগেই। এবারে দুদেশের জেলে বন্দীদের তালিকা বিনিময় করা হয়েছে। ২০০৮ সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে প্রতিবছরই ১ জানুয়ারী এবং ১ জুলাই তারিখে এই বন্দী তালিকা বিনিময় করে দু দেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, ইসলামাবাদের হাতে ভারতের জেল এ বন্দী ৩০৯ জন সাধারণ পাকিস্তানি নাগরিক ও ৯৫ জন মৎস্যজীবীর তালিকা তুলে দেওয়া হয়েছে। ভারতের হাতেও পাকিস্তানের জেলে বন্দী ৪৯ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ৬৩৩ জন মৎস্যজীবীর তালিকা তুলে দিয়েছে ইসলামাবাদ।

পররাষ্ট্র দপ্তর জানায়, সাধারণ ভারতীয় বন্দী, ‘নিখোঁজ’ ভারতীয় সেনা ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি ও প্রত্যাবাসন নিশ্চিত করতে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে। এছাড়া, বন্দীদের মাঝে ৩ সাধারণ ভারতীয় বন্দী ও ৫৩৬ জন মৎস্যজীবীকে শনাক্ত করেছে দিল্লি। তাদের যত দ্রুত সম্ভব মুক্তি দিতে বলেছে ভারত। বাকি বন্দীদের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দ্রুত দেখা করতে দেওয়া উচিত বলে জানানো হয়।

৫৭ পাকিস্তানি বন্দীর শনাক্তকরণ প্রক্রিয়াও দ্রুত শেষ হওয়া দরকার বলে জানিয়েছে দিল্লি। বেশ কয়েকটি ভারতীয় নৌকা রয়েছে পাকিস্তানের হেফাজতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেগুলো ফেরাতে ভারতীয় দলের করাচি যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইসলামাবাদকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

বন্দী তালিকা বিনিময় করলো ভারত-পাকিস্তান

প্রকাশ: ০৪:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২

পাকিস্তান এবং ভারত পরমাণু স্থাপনার তালিকা বিনিময় হয়ে গেছে আগেই। এবারে দুদেশের জেলে বন্দীদের তালিকা বিনিময় করা হয়েছে। ২০০৮ সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে প্রতিবছরই ১ জানুয়ারী এবং ১ জুলাই তারিখে এই বন্দী তালিকা বিনিময় করে দু দেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, ইসলামাবাদের হাতে ভারতের জেল এ বন্দী ৩০৯ জন সাধারণ পাকিস্তানি নাগরিক ও ৯৫ জন মৎস্যজীবীর তালিকা তুলে দেওয়া হয়েছে। ভারতের হাতেও পাকিস্তানের জেলে বন্দী ৪৯ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ৬৩৩ জন মৎস্যজীবীর তালিকা তুলে দিয়েছে ইসলামাবাদ।

পররাষ্ট্র দপ্তর জানায়, সাধারণ ভারতীয় বন্দী, ‘নিখোঁজ’ ভারতীয় সেনা ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি ও প্রত্যাবাসন নিশ্চিত করতে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে। এছাড়া, বন্দীদের মাঝে ৩ সাধারণ ভারতীয় বন্দী ও ৫৩৬ জন মৎস্যজীবীকে শনাক্ত করেছে দিল্লি। তাদের যত দ্রুত সম্ভব মুক্তি দিতে বলেছে ভারত। বাকি বন্দীদের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দ্রুত দেখা করতে দেওয়া উচিত বলে জানানো হয়।

৫৭ পাকিস্তানি বন্দীর শনাক্তকরণ প্রক্রিয়াও দ্রুত শেষ হওয়া দরকার বলে জানিয়েছে দিল্লি। বেশ কয়েকটি ভারতীয় নৌকা রয়েছে পাকিস্তানের হেফাজতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেগুলো ফেরাতে ভারতীয় দলের করাচি যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইসলামাবাদকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক