০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আসিয়ান-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক আগামীকাল

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া আসিয়ান-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে অংশ নিতে নয়াদিল্লী আসতে শুরু করেছেন আসিয়ান ভূক্ত সদস্য রাষ্ট্রসমূহের সিনিয়র কর্মকর্তা ও নীতি-নির্ধারকবৃন্দ। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, দুদিন ব্যাপী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে ভারত-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে অংশ নিতে চলেছেন আসিয়ান মহাসচিব, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামসহ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিকে, এবছরই আসিয়ানের সাথে সম্পর্কের ৩০ বছর পূর্ণ করতে চলেছে ভারত। একই সাথে উভয়ের কৌশলগত সম্পর্কের ১০ম বর্ষ উদযাপিত হতে চলেছে। তাই আসিয়ান ও ভারতের বন্ধুত্বের সম্পর্ককে প্রাধান্য দিয়ে চলতি বছরকে যুগপৎ বন্ধুত্বের বছর হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ান-ভারত সংলাপ সম্পর্কের কান্ট্রি কো-অর্ডিনেটর ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার নয়াদিল্লীতে অবতরণ করেন তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একটি বিশেষ বৈঠকেও যোগ দিয়েছেন তিনি।

তাছাড়া, ভারতেই রয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনও। এসব তথ্যাবলী নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আগমন সম্পর্কে টুইট করে তিনি লিখেন, ভারত-ইন্দোনেশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার সুযোগ এটি।

একই সাথে, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকেও স্বাগত জানিয়ে টুইট করেন বাগচী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

আসিয়ান-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক আগামীকাল

প্রকাশ: ০৬:২৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া আসিয়ান-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে অংশ নিতে নয়াদিল্লী আসতে শুরু করেছেন আসিয়ান ভূক্ত সদস্য রাষ্ট্রসমূহের সিনিয়র কর্মকর্তা ও নীতি-নির্ধারকবৃন্দ। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, দুদিন ব্যাপী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে ভারত-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে অংশ নিতে চলেছেন আসিয়ান মহাসচিব, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামসহ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিকে, এবছরই আসিয়ানের সাথে সম্পর্কের ৩০ বছর পূর্ণ করতে চলেছে ভারত। একই সাথে উভয়ের কৌশলগত সম্পর্কের ১০ম বর্ষ উদযাপিত হতে চলেছে। তাই আসিয়ান ও ভারতের বন্ধুত্বের সম্পর্ককে প্রাধান্য দিয়ে চলতি বছরকে যুগপৎ বন্ধুত্বের বছর হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ান-ভারত সংলাপ সম্পর্কের কান্ট্রি কো-অর্ডিনেটর ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার নয়াদিল্লীতে অবতরণ করেন তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একটি বিশেষ বৈঠকেও যোগ দিয়েছেন তিনি।

তাছাড়া, ভারতেই রয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনও। এসব তথ্যাবলী নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আগমন সম্পর্কে টুইট করে তিনি লিখেন, ভারত-ইন্দোনেশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার সুযোগ এটি।

একই সাথে, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকেও স্বাগত জানিয়ে টুইট করেন বাগচী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক