০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বহুপাক্ষিক সংস্থায় সম্পর্ক নিয়ে সংলাপে ভারত-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়াদিতে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও ইসরায়েল। সোমবার, উভয় দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ২য় দফা বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “অভিন্ন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামাল দেয়া এবং এই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথে সম্পর্কিত বহুপাক্ষিক বিষয় এবং পারস্পরিক স্বার্থের ইস্যুগুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে গভীরভাবে মতবিনিময় হয়েছে।”

এসময়, বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘের সংস্কার ইস্যুতেও কথা বলেন প্রতিনিধিগণ। বৈঠকে ভারতের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জাতিসংঘ-রাজনৈতিক) প্রকাশ গুপ্ত এবং তেল আবিবে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাগণ।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিভাগের (এমএফএ) ডেপুটি ডিরেক্টর-জেনারেল হাইম ওয়াক্সম্যান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

বহুপাক্ষিক সংস্থায় সম্পর্ক নিয়ে সংলাপে ভারত-ইসরায়েল

প্রকাশ: ০৭:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়াদিতে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও ইসরায়েল। সোমবার, উভয় দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ২য় দফা বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “অভিন্ন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামাল দেয়া এবং এই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথে সম্পর্কিত বহুপাক্ষিক বিষয় এবং পারস্পরিক স্বার্থের ইস্যুগুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে গভীরভাবে মতবিনিময় হয়েছে।”

এসময়, বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘের সংস্কার ইস্যুতেও কথা বলেন প্রতিনিধিগণ। বৈঠকে ভারতের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জাতিসংঘ-রাজনৈতিক) প্রকাশ গুপ্ত এবং তেল আবিবে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাগণ।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিভাগের (এমএফএ) ডেপুটি ডিরেক্টর-জেনারেল হাইম ওয়াক্সম্যান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক