উদ্ভাবন, জলবায়ু প্রযুক্তি এবং জলবায়ু কর্মের মতো ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ভারত ও সুইডেন। ০৪ মে, বুধবার, কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের ফাঁকে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে মতবিনিময় করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান কার্যক্রম পর্যালোচনা পূর্বক ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেছেন উভয় প্রধানমন্ত্রী। এসময়, সবুজ হাইড্রোজেন, মহাকাশ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল, আর্কটিক, মেরু গবেষণা, টেকসই খনি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের মতো বিস্তৃত খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
ভারতের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, “লিড আইটি উদ্যোগের অগ্রগতিতেও সন্তুষ্টি প্রকাশ করেছেন উভয় প্রধানমন্ত্রী। এটি একটি ভারত-সুইডেন যৌথ বৈশ্বিক উদ্যোগ, যা সেপ্টেম্বর, ২০১৯ সালে জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটে ইন্ডাস্ট্রি ট্রানজিশন (লিডআইটি) বিষয়ে একটি লিডারশিপ গ্রুপ গঠন করে এবং বিশ্বকে পথপ্রদর্শন করতে সহায়তা করে৷ সবচেয়ে ভারী গ্রিনহাউস গ্যাস (GHG) নিঃসরণকারী শিল্পগুলোকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে নিতে সাহায্য করে উদ্যোগটি। এর বর্তমান সদস্য সংখ্যা ১৬ টি রাষ্ট্র এবং ১৯ টি মাল্টি ন্যাশনাল কোম্পানী।”
এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, ভারত ও সুইডেনের মধ্যে দীর্ঘদিন ধরে অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শক্তিশালী ব্যবসা, বিনিয়োগ এবং গবেষণা ও উন্নয়ন সংযোগ; এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উদ্ভাবন, প্রযুক্তি, বিনিয়োগ এবং গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এই আধুনিক সম্পর্কের ভিত্তি প্রদান করে।
উল্লেখ্য, দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডেনমার্কের কোপেনহেগেনে উপস্থিত হয়েছেন ভারত, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীরা। এর আগে ২০১৮ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম শীর্ষ সম্মেলন। সম্মেলনের শেষে ফ্রান্সে যাবার কথা রয়েছে মোদীর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক