০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দো-জার্মান বাণিজ্য সংযোগের আলোচনায় মোদী-স্কোলজ

প্রায় দু বছর পর তিনদিনের ইউরোপ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ০২ মে, সোমবার, বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি৷ একই দিনে, বার্লিনে আরেকটি বাণিজ্যিক রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেন তিনি।

এসব বৈঠকে, ইন্দো-জার্মান অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বের বিভিন্ন বিদ্যমান ইস্যু এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রাণশক্তিকে আরও এগিয়ে নেওয়ার নানাবিধ উপায় নিয়ে জার্মান চ্যান্সেলরের সাথে আলোচনা করেন তিনি।

পরবর্তীতে এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। সেখানে বলা হয়েছে, বাণিজ্যিক রাউন্ড টেবিল বৈঠকে অংশ নিয়ে ভারতের যুব সমাজে বিনিয়োগ করার জন্য জার্মান ব্যবসায়ী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একই সাথে, জার্মান প্রতিনিধিদের উদ্দেশ্যে ভারতে ক্রমবর্ধমান স্টার্ট আপ এবং ইউনিকর্নের সংখ্যা তুলে ধরেন তিনি। সরকার কর্তৃক সম্পাদিত বিভিন্ন সংস্কারের কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া, এক টুইটবার্তায় এসব বাণিজ্যিক আলোচনার বিষয়ে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নিজেও। মোদী লিখেছেন, “বার্লিনে নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে দেখা করেছি এবং ভারত ও জার্মানির মধ্যে বাণিজ্য সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

এছাড়া, মোদীর এই সফর নিয়ে টুইট করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি লিখেছেন, “ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ জার্মান ও ভারতীয় কোম্পানীগুলোর শীর্ষ কর্তাদের সাথে যোগাযোগ করেছেন। এর উদ্দেশ্যে, শীর্ষ প্রতিষ্ঠানসমূহের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। ইন্দো-জার্মান অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বের জোরালো ও প্রাণশক্তিকে আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন নেতৃবৃন্দ।”

উক্ত বাণিজ্যিক বৈঠকে উভয় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উভয় পক্ষের নির্বাচিত শীর্ষ কোম্পানী সমূহের সিইওগণ উপস্থিত ছিলেন। এসব আলোচনায়, জলবায়ু সহযোগিতা থেকে শুরু করে সরবারহ শৃঙ্খল; গবেষণা ও উন্নয়ন সহ নানাবিধ বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সকলে।

উল্লেখ্য, নিম্নলিখিত ব্যবসায়ী নেতারা বিজনেস রাউন্ড টেবিলে অংশগ্রহণ করেছিলেন:

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল:

* সঞ্জীব বাজাজ (ভারতীয় প্রতিনিধিদলের প্রধান), সভাপতি মনোনীত, সিআইআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বাজাজ ফিনসার্ভ;

* বাবা এন কল্যাণী, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, ভারত ফোর্জ;

* সি কে বিড়লা, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, সি কে বিড়লা গ্রুপ;

* পুনীত ছাটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড;

* সলিল সিংগাল, চেয়ারম্যান এমেরিটাস, পিআই ইন্ডাস্ট্রিজ;

* সুমন্ত সিনহা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, রিনিউ পাওয়ার এবং প্রেসিডেন্ট, অ্যাসোচ্যাম;

* দীনেশ খারা, চেয়ারম্যান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া;

* সি পি গুরনানি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, টেক মাহিন্দ্রা লিমিটেড;

* দীপক বাগলা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্ট ইন্ডিয়া;

জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল:

* রোল্যান্ড বুশ (জার্মান প্রতিনিধিদলের প্রধান), প্রেসিডেন্ট এবং সিইও, সিমেন্স এবং চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক কমিটি অফ জার্মান বিজনেস;

* মার্টিন ব্রুডারমুলার, নির্বাহী পরিচালক বোর্ডের চেয়ারম্যান, বিএএসএফ;

* হার্বার্ট ডাইস, বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান, ভক্সওয়াগেন;

* স্টেফান হার্টুং, বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান, বোশ;

* মারিকা লুলে, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক, জিএফটি টেকনোলজিস;

* ক্লাউস রোজেনফেল্ড, প্রধান নির্বাহী কর্মকর্তা, শ্যাফলার;

* ক্রিশ্চিয়ান সেলাই, প্রধান নির্বাহী কর্মকর্তা ডয়েচে ব্যাংক;

* রাল্ফ উইন্টারগার্স্ট, ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান, জিসেকে+ডেভিয়েন্ট;

* জার্গেন জেস্কি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এনার্কন

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

ইন্দো-জার্মান বাণিজ্য সংযোগের আলোচনায় মোদী-স্কোলজ

প্রকাশ: ০৩:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২

প্রায় দু বছর পর তিনদিনের ইউরোপ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ০২ মে, সোমবার, বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি৷ একই দিনে, বার্লিনে আরেকটি বাণিজ্যিক রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেন তিনি।

এসব বৈঠকে, ইন্দো-জার্মান অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বের বিভিন্ন বিদ্যমান ইস্যু এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রাণশক্তিকে আরও এগিয়ে নেওয়ার নানাবিধ উপায় নিয়ে জার্মান চ্যান্সেলরের সাথে আলোচনা করেন তিনি।

পরবর্তীতে এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। সেখানে বলা হয়েছে, বাণিজ্যিক রাউন্ড টেবিল বৈঠকে অংশ নিয়ে ভারতের যুব সমাজে বিনিয়োগ করার জন্য জার্মান ব্যবসায়ী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একই সাথে, জার্মান প্রতিনিধিদের উদ্দেশ্যে ভারতে ক্রমবর্ধমান স্টার্ট আপ এবং ইউনিকর্নের সংখ্যা তুলে ধরেন তিনি। সরকার কর্তৃক সম্পাদিত বিভিন্ন সংস্কারের কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া, এক টুইটবার্তায় এসব বাণিজ্যিক আলোচনার বিষয়ে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নিজেও। মোদী লিখেছেন, “বার্লিনে নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে দেখা করেছি এবং ভারত ও জার্মানির মধ্যে বাণিজ্য সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

এছাড়া, মোদীর এই সফর নিয়ে টুইট করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি লিখেছেন, “ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ জার্মান ও ভারতীয় কোম্পানীগুলোর শীর্ষ কর্তাদের সাথে যোগাযোগ করেছেন। এর উদ্দেশ্যে, শীর্ষ প্রতিষ্ঠানসমূহের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। ইন্দো-জার্মান অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বের জোরালো ও প্রাণশক্তিকে আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন নেতৃবৃন্দ।”

উক্ত বাণিজ্যিক বৈঠকে উভয় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উভয় পক্ষের নির্বাচিত শীর্ষ কোম্পানী সমূহের সিইওগণ উপস্থিত ছিলেন। এসব আলোচনায়, জলবায়ু সহযোগিতা থেকে শুরু করে সরবারহ শৃঙ্খল; গবেষণা ও উন্নয়ন সহ নানাবিধ বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সকলে।

উল্লেখ্য, নিম্নলিখিত ব্যবসায়ী নেতারা বিজনেস রাউন্ড টেবিলে অংশগ্রহণ করেছিলেন:

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল:

* সঞ্জীব বাজাজ (ভারতীয় প্রতিনিধিদলের প্রধান), সভাপতি মনোনীত, সিআইআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বাজাজ ফিনসার্ভ;

* বাবা এন কল্যাণী, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, ভারত ফোর্জ;

* সি কে বিড়লা, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, সি কে বিড়লা গ্রুপ;

* পুনীত ছাটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড;

* সলিল সিংগাল, চেয়ারম্যান এমেরিটাস, পিআই ইন্ডাস্ট্রিজ;

* সুমন্ত সিনহা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, রিনিউ পাওয়ার এবং প্রেসিডেন্ট, অ্যাসোচ্যাম;

* দীনেশ খারা, চেয়ারম্যান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া;

* সি পি গুরনানি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, টেক মাহিন্দ্রা লিমিটেড;

* দীপক বাগলা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্ট ইন্ডিয়া;

জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল:

* রোল্যান্ড বুশ (জার্মান প্রতিনিধিদলের প্রধান), প্রেসিডেন্ট এবং সিইও, সিমেন্স এবং চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক কমিটি অফ জার্মান বিজনেস;

* মার্টিন ব্রুডারমুলার, নির্বাহী পরিচালক বোর্ডের চেয়ারম্যান, বিএএসএফ;

* হার্বার্ট ডাইস, বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান, ভক্সওয়াগেন;

* স্টেফান হার্টুং, বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান, বোশ;

* মারিকা লুলে, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক, জিএফটি টেকনোলজিস;

* ক্লাউস রোজেনফেল্ড, প্রধান নির্বাহী কর্মকর্তা, শ্যাফলার;

* ক্রিশ্চিয়ান সেলাই, প্রধান নির্বাহী কর্মকর্তা ডয়েচে ব্যাংক;

* রাল্ফ উইন্টারগার্স্ট, ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান, জিসেকে+ডেভিয়েন্ট;

* জার্গেন জেস্কি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এনার্কন

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক