০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পানামা, হন্ডুরাস ও চিলি যাচ্ছেন ভারতীয় মন্ত্রী

পানামা, হন্ডুরাস এবং চিলিতে সরকারি সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। ২৮ এপ্রিল থেকে ০৫ মে অবধি সপ্তাহকাল সময়জুড়ে তাঁর এই সফরটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর। এসময়, তিন দেশের নেতাদের সাথে সাক্ষাৎ ও বৈঠকের কথা রয়েছে তাঁর। পাশাপাশি, ভারতীয় প্রবাসীদের সাথেও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

সফরের কথা জানিয়ে টুইট করেছেন লেখি নিজেও। তিনি লিখেছেন, “এই সফরটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার একটি চমৎকার সুযোগ দেবে।” উল্লেখ্য, দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এই দেশগুলো সফরে যাচ্ছেন লেখি। এর আগে সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে কলম্বিয়া সফর করেছিলেন তিনি।

জানা গিয়েছে, ২৮ এপ্রিল হতে ০১ মে অবধি সময়কালে পানামায় অবস্থান করবেন মীনাক্ষী লেখি। এসময়, পানামার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এরিকা মুইনেস এবং সংস্কৃতি মন্ত্রী গিসেল গঞ্জালেজ ভিলারুর সাথে বৈঠকের কথা রয়েছে তাঁর।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লেখির পানামা সফরকালে উভয় পক্ষ সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম এবং কূটনৈতিক মিশন/পোস্টের আধিকারিকদের নির্ভরশীলদের জন্য লাভজনক কর্মসংস্থান সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। সর্বশেষ ২০১৮ সালের মে মাসে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু পানামা সফর করেছিলেন।

পানামা সফর শেষে ০১ মে হতে ০৩ মে অবধি হন্ডুরাস সফর করবেন লেখি। এসময়, হন্ডুরাসের রাষ্ট্রপতি আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্টোর সাথে সাক্ষাত করবেন তিনি। পাশাপাশি হন্ডুরাসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আম্বের সঙ্গেও দেখা করবেন তিনি। এছাড়া, দেশটিতে ভারত সরকারের অর্থায়নে জামস্ট্রান ভ্যালি সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন লেখি এবং আইটি সেন্টার ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ হন্ডুরাস, যা ২০০৮ সালে ভারতের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিলো, সেটি পরিদর্শনে যাবেন তিনি।

হন্ডুরাস সফর শেষে চিলি সফর করবেন লেখি। চিলির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা নোগুয়েরা এবং চিলির সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী জুলিয়েটা ব্রডস্কি হার্নান্দেজের সাথে দেখা করবেন তিনি। উল্লেখ্য, চিলি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ভারতের ৫ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

২০২১-২২ সালে ভারত-চিলির মোট বাণিজ্য ছিল প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ২০২০-২১ সালে এর পরিমাণ ছিলো প্রায় দেড় বিলিয়ন। লেখির এই সফর চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্টের নতুন সরকারের অধীনে ভারত-চিলি সম্পর্কের নতুন গতি যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে পররাষ্ট্র দপ্তর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

পানামা, হন্ডুরাস ও চিলি যাচ্ছেন ভারতীয় মন্ত্রী

প্রকাশ: ০৭:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

পানামা, হন্ডুরাস এবং চিলিতে সরকারি সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। ২৮ এপ্রিল থেকে ০৫ মে অবধি সপ্তাহকাল সময়জুড়ে তাঁর এই সফরটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর। এসময়, তিন দেশের নেতাদের সাথে সাক্ষাৎ ও বৈঠকের কথা রয়েছে তাঁর। পাশাপাশি, ভারতীয় প্রবাসীদের সাথেও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

সফরের কথা জানিয়ে টুইট করেছেন লেখি নিজেও। তিনি লিখেছেন, “এই সফরটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার একটি চমৎকার সুযোগ দেবে।” উল্লেখ্য, দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এই দেশগুলো সফরে যাচ্ছেন লেখি। এর আগে সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে কলম্বিয়া সফর করেছিলেন তিনি।

জানা গিয়েছে, ২৮ এপ্রিল হতে ০১ মে অবধি সময়কালে পানামায় অবস্থান করবেন মীনাক্ষী লেখি। এসময়, পানামার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এরিকা মুইনেস এবং সংস্কৃতি মন্ত্রী গিসেল গঞ্জালেজ ভিলারুর সাথে বৈঠকের কথা রয়েছে তাঁর।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লেখির পানামা সফরকালে উভয় পক্ষ সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম এবং কূটনৈতিক মিশন/পোস্টের আধিকারিকদের নির্ভরশীলদের জন্য লাভজনক কর্মসংস্থান সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। সর্বশেষ ২০১৮ সালের মে মাসে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু পানামা সফর করেছিলেন।

পানামা সফর শেষে ০১ মে হতে ০৩ মে অবধি হন্ডুরাস সফর করবেন লেখি। এসময়, হন্ডুরাসের রাষ্ট্রপতি আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্টোর সাথে সাক্ষাত করবেন তিনি। পাশাপাশি হন্ডুরাসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আম্বের সঙ্গেও দেখা করবেন তিনি। এছাড়া, দেশটিতে ভারত সরকারের অর্থায়নে জামস্ট্রান ভ্যালি সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন লেখি এবং আইটি সেন্টার ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ হন্ডুরাস, যা ২০০৮ সালে ভারতের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিলো, সেটি পরিদর্শনে যাবেন তিনি।

হন্ডুরাস সফর শেষে চিলি সফর করবেন লেখি। চিলির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা নোগুয়েরা এবং চিলির সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী জুলিয়েটা ব্রডস্কি হার্নান্দেজের সাথে দেখা করবেন তিনি। উল্লেখ্য, চিলি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ভারতের ৫ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

২০২১-২২ সালে ভারত-চিলির মোট বাণিজ্য ছিল প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ২০২০-২১ সালে এর পরিমাণ ছিলো প্রায় দেড় বিলিয়ন। লেখির এই সফর চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্টের নতুন সরকারের অধীনে ভারত-চিলি সম্পর্কের নতুন গতি যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে পররাষ্ট্র দপ্তর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক