অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেলের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ২৭ এপ্রিল, বুধবার, নয়াদিল্লীতে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে বিস্তর আলোচনা করেছেন দুই শীর্ষ কর্মকর্তা।
এছাড়া, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং ইন্দো-প্যাসিফিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন দুজনে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক জোরালো হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক। কোয়াড জোটের অভিন্ন সদস্যও উভয় রাষ্ট্র।
একই সঙ্গে, ২০২০ সালের জুন মাসে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে রূপদান করে ভারত ও অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরে প্রথমবারের মত ২+২ মন্ত্রীপর্যায়ের বৈঠকেও বসে দেশ দুটো। এসময়, সামরিক ব্যস্ততা প্রসারিত করা, বৃহত্তর প্রতিরক্ষা তথ্য আদান-প্রদানের সুবিধা এবং পারস্পরিক লজিস্টিক সহায়তার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।
পাশাপাশি, ২০২০ এবং ২০২১ সালে ভারতীয় নৌবাহিনীর মালাবার অনুশীলনেও যোগ দেয় অস্ট্রেলিয়া। এবছরের ফেব্রুয়ারীতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন, “প্রতিরক্ষা এবং নিরাপত্তা ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্বের মূল স্তম্ভ।”
এর আগে গত ০৯ মার্চ ভারত সফর করেছিলেন অজি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রিচার্ড ম্যাক্সওয়েল বুর। সেসময়, ভারতীয় সেনাপ্রধানের সাথে সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক