ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার জোট কোয়াডের ভ্যাকসিন পার্টনারশিপের অধীনে থাইল্যান্ডকে করোনা টিকার দু লাখ ডোজের চালান উপহার দিলো ভারত। ২১ এপ্রিল, বৃহস্পতিবার, এই চালানটি যৌথভাবে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জনস্বাস্থ্য মন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের কাছে হস্তান্তর করেছেন ভারতের রাষ্ট্রদূত সুচিত্রা দুরাই, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অ্যালান ম্যাককিনন, জাপানের রাষ্ট্রদূত নাশিদা কাজুয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেমস ওয়েম্যান। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর।
এ নিয়ে কোয়াডের ফ্ল্যাগশিপ ভ্যাকসিন পার্টনারশিপের অধীনে দ্বিতীয়বারের মতো কোনো দেশকে ভ্যাকসিন উপহার দিলো ভারত। এর আগে গত ১২ এপ্রিল, মঙ্গলবার, কম্বোডিয়ার নমপেনের শান্তি প্রাসাদে প্রধানমন্ত্রী হুন সেনের কাছে ভ্যাকসিনেশন প্রকল্পের আওতায় ৩ লক্ষ ২৫ হাজার ডোজ মেড-ইন-ইন্ডিয়া কোভিশিল্ড টিকা পৌছে দেন সেদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দেবযানী খোবরাগড়ে।
মূলত, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্রদের জন্য ৫ লাখ টিকা উপহার দেয়ার যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদী দিয়েছিলেন, এর অংশ হিসেবেই টিকাগুলো কম্বোডিয়াকে পৌছে দেয়া হয়েছে। এর আগে গতবছর ২১ মার্চ তারিখে ঘোষণা করা হয়েছিলো কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপ কর্মসূচির। কোয়াড জোটের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বব্যাপী প্রায় ১.২ বিলিয়ন ডোজ টিকা প্রদান করা হবে বলেও সেসময় জানানো হয়েছিলো।
উল্লেখ্য, এখনও অবধি থাইল্যান্ডকে কোয়াড এর পক্ষে এবং কোভ্যাক্সের মাধ্যমে প্রায় সাড়ে চার মিলিয়ন কোভিড ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হয়েছে। অস্ট্রেলিয়া এবং জাপান স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য সরঞ্জামসহ কোল্ড স্টোরেজ সরঞ্জাম, ফ্রিজার এবং তাপমাত্রা মনিটর সরবরাহ করেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র নজরদারি এবং যোগাযোগের সন্ধান, মামলার তদন্ত, স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ এবং ডেটা ব্যবস্থাপনায় সহায়তা দিয়েছে।
এদিকে, থাইল্যান্ড কিংডম সরকার ভারতের মাধ্যমে কোয়াড থেকে প্রাপ্ত ভ্যাকসিন এবং থাইল্যান্ডকে কোয়াডের সম্মিলিত সহায়তার জন্য জোটের ভূয়সী ক্রমাগত প্রশংসা করেছে। এছাড়াও, কোয়াড দেশগুলো থাইল্যান্ডকে মহামারী মোকাবেলায় সম্ভাব্য সকল সহায়তা প্রসারিত করার আকাঙ্ক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক