০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গত অর্থবছরে ১৫০ দেশে চাল রপ্তানি ভারতের

গত ২০২১-২২ অর্থবছরে বিশ্বের ১৫০ টি দেশে চাল রপ্তানি করেছে ভারত। ২০ এপ্রিল, বুধবার, ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুসারে, আফ্রিকান, এশিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে গত অর্থবছরে প্রায় ৬১১৫ মিলিয়ন ডলার সমমূল্যের চাল রপ্তানি করে নয়াদিল্লী।

প্রসঙ্গত, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী ভারত। বিশ্বব্যাপী চাল বাণিজ্যেও ভারতের বড় অংশীদারিত্ব রয়েছে। সবচেয়ে কম দামে ভারতই বিশ্বজুড়ে চাল সরবরাহ করে থাকে।

জানা গিয়েছে, গত আট বছরে ভারতের অ-বাসমতি চাল রপ্তানি বেড়েছে প্রায় ১০৯ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে ভারতের চাল রপ্তানি লব্ধ আয় ছিলো যেখানে ২৯২৫ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০১৯-২০ সালে ২০১৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০২০-২১ সালে ৪৭৯৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১-২২ সালে তা এসে দাঁড়িয়েছে ৬১১৫ মিলিয়ন মার্কিন ডলারে।

শেষ হওয়া অর্থবছরে দেশের সমস্ত কৃষি-পণ্যের মধ্যে শীর্ষ বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্যে পরিণত হয়েছে ভারতের অ-বাসমতি চাল। সূত্রমতে, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন ভারত থেকে অ-বাসমতি চালের প্রধান আমদানিকারক। অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলো হল: নেপাল, বাংলাদেশ, চীন, কোট ডি আইভরি, টোগো, সেনেগাল, গিনি, ভিয়েতনাম, জিবুতি, মাদাগাস্কার, ক্যামেরুন সোমালিয়া, মালয়েশিয়া, লাইবেরিয়া, ইউএই সহ প্রভৃতি দেশ।

তাছাড়া, তিমুর-লেস্তে, পুয়ের্তো রিকো, ব্রাজিল, পাপুয়া নিউ গিনি, জিম্বাবুয়ে, বুরুন্ডি, এসওয়াতিনি, মায়ানমার এবং নিকারাগুয়াও গত ২০২০-২১ সাল থেকে নিয়মিত ভারতের চাল ক্রয় করে।

ধারণা করা হচ্ছে, বিগত আট বছরে বন্দর পরিচালনার পরিকাঠামো সম্প্রসারণের উপর ভারতের জোর, মূল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত মূল্য শৃঙ্খলের বিকাশ এবং গত কয়েক বছরে চাল রপ্তানির জন্য দেশ বা বাজারে নতুন সুযোগ অন্বেষণ করার প্রচেষ্টা চাল রপ্তানিতে এক বিশাল বৃদ্ধির দিকে পরিচালিত করেছে দেশটিকে। সেজন্যেই মহামারীতেও বেড়ে চলেছে এই রপ্তানির হার।

উল্লেখ্য, ভারতের প্রধান চাল উৎপাদনকারী রাজ্যগুলো হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, আসাম এবং হরিয়ানা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

গত অর্থবছরে ১৫০ দেশে চাল রপ্তানি ভারতের

প্রকাশ: ১০:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

গত ২০২১-২২ অর্থবছরে বিশ্বের ১৫০ টি দেশে চাল রপ্তানি করেছে ভারত। ২০ এপ্রিল, বুধবার, ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুসারে, আফ্রিকান, এশিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে গত অর্থবছরে প্রায় ৬১১৫ মিলিয়ন ডলার সমমূল্যের চাল রপ্তানি করে নয়াদিল্লী।

প্রসঙ্গত, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী ভারত। বিশ্বব্যাপী চাল বাণিজ্যেও ভারতের বড় অংশীদারিত্ব রয়েছে। সবচেয়ে কম দামে ভারতই বিশ্বজুড়ে চাল সরবরাহ করে থাকে।

জানা গিয়েছে, গত আট বছরে ভারতের অ-বাসমতি চাল রপ্তানি বেড়েছে প্রায় ১০৯ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে ভারতের চাল রপ্তানি লব্ধ আয় ছিলো যেখানে ২৯২৫ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০১৯-২০ সালে ২০১৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০২০-২১ সালে ৪৭৯৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১-২২ সালে তা এসে দাঁড়িয়েছে ৬১১৫ মিলিয়ন মার্কিন ডলারে।

শেষ হওয়া অর্থবছরে দেশের সমস্ত কৃষি-পণ্যের মধ্যে শীর্ষ বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্যে পরিণত হয়েছে ভারতের অ-বাসমতি চাল। সূত্রমতে, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন ভারত থেকে অ-বাসমতি চালের প্রধান আমদানিকারক। অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলো হল: নেপাল, বাংলাদেশ, চীন, কোট ডি আইভরি, টোগো, সেনেগাল, গিনি, ভিয়েতনাম, জিবুতি, মাদাগাস্কার, ক্যামেরুন সোমালিয়া, মালয়েশিয়া, লাইবেরিয়া, ইউএই সহ প্রভৃতি দেশ।

তাছাড়া, তিমুর-লেস্তে, পুয়ের্তো রিকো, ব্রাজিল, পাপুয়া নিউ গিনি, জিম্বাবুয়ে, বুরুন্ডি, এসওয়াতিনি, মায়ানমার এবং নিকারাগুয়াও গত ২০২০-২১ সাল থেকে নিয়মিত ভারতের চাল ক্রয় করে।

ধারণা করা হচ্ছে, বিগত আট বছরে বন্দর পরিচালনার পরিকাঠামো সম্প্রসারণের উপর ভারতের জোর, মূল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত মূল্য শৃঙ্খলের বিকাশ এবং গত কয়েক বছরে চাল রপ্তানির জন্য দেশ বা বাজারে নতুন সুযোগ অন্বেষণ করার প্রচেষ্টা চাল রপ্তানিতে এক বিশাল বৃদ্ধির দিকে পরিচালিত করেছে দেশটিকে। সেজন্যেই মহামারীতেও বেড়ে চলেছে এই রপ্তানির হার।

উল্লেখ্য, ভারতের প্রধান চাল উৎপাদনকারী রাজ্যগুলো হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, আসাম এবং হরিয়ানা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক