আগামী সপ্তাহে দুদিনের সরকারী সফরে ভারতে আসবেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন। নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য রাইসিনা ডায়লগের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। ২৫ এপ্রিল, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গিয়েছে, ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে নিজের প্রথমবারের মতো ভারত সফরকালে প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি কোবিন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
বিবৃতি অনুসারে, “ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি প্রাণবন্ত কৌশলগত অংশীদারিত্ব ভাগ করে, যা রাজনৈতিক এবং কৌশলগত, ব্যবসা ও বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, সংযোগ, কৃষি, সামুদ্রিক, জলবায়ু এবং টেকসই, ডিজিটাল এবং প্রযুক্তির দিকগুলোর পাশাপাশি জনগণের ক্ষেত্রে বৃহত্তর এবং গভীর সহযোগিতার সাথে শক্তিশালী বৃদ্ধির সাক্ষী হচ্ছে। মানুষের মধ্যে বন্ধন এই সম্পর্কের মূল ভিত্তি।”
উল্লেখ্য, গত বছর মে মাসে ব্যাপক বাণিজ্য নিয়ে পুনরায় আলোচনা শুরু করে ভারত ও ইইউ নেতৃবৃন্দ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আসন্ন সফরে এসব বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হবে। তারও আগে গত ২০২০ সালের জুলাই মাসে ভারত ও ইইউ শীর্ষ নেতৃত্ব ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসেছিলো। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক