আটদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাথ। ১৭ এপ্রিল থেকে ২৪ এপ্রিল অবধি সময়কালে ভারতে অবস্থান করবেন তিনি। ১৬ এপ্রিল, শনিবার, এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফর করবেন মরিশাসের প্রধানমন্ত্রী। সফরকালেই ১৯ এপ্রিল ভারতের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আয়োজিত গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এছাড়া, ২০ এপ্রিল গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গুজরাট এবং নয়াদিল্লীতে সরকারী সফরের পাশাপাশি বারাণসীতেও যাবেন মরিশাসের প্রধানমন্ত্রী। এসময়, তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী কবিতা জগনাথ এবং উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল।
এর আগে গত ২০ জানুয়ারী দুই প্রধানমন্ত্রী যৌথভাবে মরিশাসে সামাজিক আবাসন ইউনিট প্রকল্পের উদ্বোধন করেছিলেন।
উল্লেখ্য, ভারত ও মরিশাসের মধ্যে অভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক রয়েছে। আর এগুলো সবই দুই দেশের বিশেষ উন্নয়নমূলক অংশীদারিত্বে প্রতিফলিত হয়। একই ভাবে মরিশাস ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক অংশীদার দেশ।
প্রসঙ্গত, ভারত সরকার ২০১৬-র মে মাসে মরিশাসে পাঁচটি প্রকল্প রূপায়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের অঙ্গ হিসেবে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদান দেয়। এই পাঁচটি প্রকল্প হল – মেট্রো এক্সপ্রেস প্রোজেক্ট, সুপ্রিমকোর্টের ভবন, নতুন ইএনটি হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ডিজিটাল ট্যাবলেট সরবরাহ এবং সামাজিক আবাসন ইউনিট। আজ সামাজিক আবাসন ইউনিটের সূচনার ফলে বিশেষ আর্থিক প্যাকেজের অঙ্গ হিসেবে গৃহীত সবকটি কর্মসূচির রূপায়ন বাস্তবায়িত হল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক