ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান এবং সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং-এর সাথে ফোনালাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ এপ্রিল, শুক্রবার, দু দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা পূর্বক সম্পর্ক আরও জোরদারের উদ্দেশ্যে মতবিনিময় করেন উভয় দেশের দুই শীর্ষ নেতা। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, “ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধানকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এসময়, ভারত-ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা করেন উভয়ে।”
তাছাড়া, প্রধানমন্ত্রী ভিয়েতনামে ভারতের ফার্মা এবং কৃষি-পণ্যগুলোর জন্য বাজার অ্যাক্সেসের আরও বেশি সুবিধার জন্য অনুরোধ করেন নগুয়েন ফু ট্রং-কে। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও বিস্তর আলোচনা করেন তারা।
এর আগে ২০১৬ সালে ভিয়েতনাম সফর করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়, দু দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছিলো। উল্লেখ্য, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং মিত্র হিসেবে ভূমিকা রাখছে ভিয়েতনাম।
উল্লেখ্য, চলতি বছরেই ভারত ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বছর পূর্তি হতে চলেছে। এজন্য, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতি মনযোগ দিয়েছে দেশ দুটো। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক