জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত ১৪ এপ্রিল, বৃহস্পতিবার, নিউইয়র্কে সমসাময়িক রুশ-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক খাদ্য ও জ্বালানী নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন অভিজ্ঞ দুই কূটনীতিক।
পরবর্তীতে এক টুইটে তথ্যটি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। তিনি লিখেছেন, “জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে ইউক্রেন সংঘাতের বৈশ্বিক প্রভাব, বিশেষ করে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো বিষয়াদিতে মতবিনিময় করলাম। উন্নয়নশীল দেশগুলোর স্থিতিশীলতার বিষয়ে আলোচনা হয়েছে।”
ভিন্ন আরেক টুইটে জয়শঙ্কর লিখেছেন, “আফগানিস্তান ও মিয়ানমারের ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও কথা হয়েছে জাতিসংঘ মহাসচিবের সাথে। গুরুত্বপূর্ণ সমসাময়িক চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমরা একসাথে কাজ করতে আগ্রহী।”
প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত ৪র্থ ভারত-মার্কিন ২+২ মন্ত্রীপর্যায়ের সংলাপে যোগ দিতে গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত ১১ এপ্রিল, সোমবার, মার্কিন মুল্লুকের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংলাপে মার্কিন প্রতিনিধিত্ব করেন বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
এসময়, বৈশ্বিক জ্বালানী, প্রতিরক্ষা, উন্নয়ন এবং নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উপস্থিত চার মন্ত্রী। ইউক্রেনের ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় সম্ভাব্য করণীয় নিয়েও বিস্তর আলোচনা করেছেন তারা। বৈঠকের পর এক যৌথ প্রেস বিবৃতিতে সংলাপের আদ্যোপান্ত তুলে ধরা হয়। সেখানে, ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুতের উপর জোর দেয়া হয়েছে।
একটি মুক্ত, উন্মুক্ত, এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের জন্য কোয়াড সম্পর্কের স্থিতিশীলতার উপরও জোর দেন তারা। এজন্য, কোয়াড দেশগুলোর মধ্যকার পারস্পরিক বাণিজ্য, ভ্যাকসিনেশন প্রোগ্রাম এবং উন্নয়ন বরাদ্দ আরও বাড়ানোর বিষয়ে বিশদ মতবিনিময় করেন চার মন্ত্রী। ভারত-মার্কিন এফটিএ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক