অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রিত মাছ ধরার ফলে সৃষ্ট বিপদসমূহ পূর্ব এশীয় দেশগুলোর কাছে তুলে ধরেছে ভারত। গত ১২ এপ্রিল, মঙ্গলবার, সিঙ্গাপুরের সাথে যৌথভাবে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ইস্ট এশিয়া সামিটে অংশ নিয়ে এসব নিয়ে কথা বলে নয়াদিল্লী।
পরবর্তীতে ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুসারে জানা যায়, বৈঠকে আলোচনাকালে অবৈধ অনুশীলনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বাধ্যতামূলক মামলা করার কথা বলেছেন ভারতীয় প্রতিনিধি।
বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন মৎস্য বিভাগের সচিব যতীন্দ্র নাথ সোয়াইন। এসময়, উপকূলীয় মানুষের কথা বিবেচনায় ভারতের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সামিটের উদ্বোধনী ভাষণ পেশ করেন সিঙ্গাপুর ফুড এজেন্সির সিইও।
অধিবেশনে মূল থিম উপস্থাপন করেন ভারতের মৎস্য বিভাগের যুগ্ম সচিব জে বালাজি। এসময়, সিঙ্গাপুরের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, নিউজিল্যান্ড থেকে আগত প্রতিনিধি, প্যানেলিস্ট এবং অংশগ্রহণকারীগণ। বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্যের মৎস্য কর্মকর্তাগণও অংশ নেন।
বৈঠকে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আরও ছিলেন বে অফ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশন (বিওবিপিআইজিও), কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও), দক্ষিণ-পূর্ব এশীয় মৎস্য উন্নয়ন কেন্দ্র (এসইএএফডিইসি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধিগণ। তারাও নিজেদের মূল্যায়ন সবার সামনে তুলে ধরেন।
কারিগরি অধিবেশনের অংশ হিসাবে, প্রতিটি দেশের অংশগ্রহণকারীরা স্বীয় দেশের জাতীয় সাফল্যের গল্প তুলে ধরেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক