দ্বিপাক্ষিক বাণিজ্য, মহামারীকালীন সম্পর্ক এবং বিদ্যমান অংশীদারিত্বের অন্যান্য সকল খাতের পর্যালোচনা পূর্বক সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত ও মালেশিয়া। একই সাথে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতিকরণের উপরও জোর দিয়েছে দেশ দুটো। ১২ এপ্রিল, মঙ্গলবার, মালয়েশিয়ার পুত্রজায়ায় উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তা পর্যায়ে অনুষ্ঠিত ৫ম বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর। সেখানে বলা হয়েছে, উভয় পক্ষই বিভিন্ন সেক্টরে দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় চালু করতে এবং পারস্পরিক সুবিধাজনক তারিখে অনুষ্ঠিতব্য পরবর্তী মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন সভা সফল করতে একত্রে কাজ করতে সম্মত হয়েছে।
নয়াদিল্লীতে পারস্পরিক সুবিধাজনক তারিখে পরবর্তী পররাষ্ট্র কর্মকর্তা পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে বলে জানানো হয়েছে বার্তায়। উল্লেখ্য, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছর পূর্তিতে স্মারক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত ও মালেশিয়া।
বৈঠকে ভারতের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পূর্ব) সৌরভ কুমার এবং মালেশিয়ার পররাষ্ট্র দপ্তরের দ্বিপাক্ষিক বিষয়ক উপ-মহাসচিব আমরান বিন মোহাম্মদ জিন। বৈঠকের পর মালেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌরভ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক