দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা পূর্বক তা বৃদ্ধি করতে পররাষ্ট্র কর্মকর্তাদের সমন্বয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক করলো ভারত ও কেনিয়া। ০৮ এপ্রিল, শুক্রবার, নয়াদিল্লীতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা, জনগণের মধ্যকার সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং সাধারণ স্বার্থের অন্যান্য বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা হয়।
পরবর্তীতে এক প্রেস বার্তায় বৈঠকের বিষয়ে আদ্যোপান্ত জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর। বৈঠকে ভারতের নেতৃত্ব দেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের জেএস (ইএন্ডএসএ) পুনীত আর কুন্দাল এবং কেনিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির সরকারের এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্যাসিফিক ডিরেক্টরেটের পরিচালক পল এনডুংউ।
জানা গিয়েছে, উভয় পক্ষই স্বাস্থ্য, পর্যটন, মহাকাশ, নীল অর্থনীতি, নতুন ও নবায়নযোগ্য শক্তি, কৃষি প্রক্রিয়াকরণ, ঐতিহ্যবাহী ওষুধ, ভ্যাকসিন উৎপাদনের মতো উদীয়মান সেক্টরে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে।
একইভাবে বিগত ২০২১ সালের অক্টোবরে হওয়া দু দেশের যৌথ বাণিজ্য কমিশনের সরকারী পর্যায়ের আলোচনার বিষয়েও মতবিনিময় করেন তারা। দু দেশের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণে আরও গভীর অংশীদারিত্ব নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রতিনিধিরা।
একইভাবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন প্রতিনিধিগণ। রুশ-ইউক্রেন ইস্যুতেও নিজেদের অবস্থান নিয়ে মতবিনিময় করেন তারা। এসময়, পূর্ব আফ্রিকান সম্প্রদায় (ইএসি), পূর্ব ও দক্ষিণ আফ্রিকার জন্য কমন মার্কেট এবং আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া সম্পর্কিত আঞ্চলিক সমস্যাগুলোও আলোচনায় স্থান পেয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
তাছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক বাঁড়াতে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়েও ঐক্যমত পোষণ করেন কর্মকর্তাগণ। পাশাপাশি উভয় দেশের মধ্যে বিদ্যমান সকল প্রকল্পও দ্রুত শেষ করার বিষয়ে একমত হোন তারা।
প্রসঙ্গত, চলতি বছরে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে ভারত, অন্যদিকে আগামী বছর স্বাধীনতার ৬০ বছর পূর্তি হবে কেনিয়ার। এমতাবস্থায়, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দু দেশের মধ্যে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক