শেষ হলো ভারত- কিরগিজস্তান স্পেশাল ফোর্সেস এক্সারসাইজের ৯ম সংস্করণ। ২৫ মার্চ শুরু হয়ে ০৬ এপ্রিল অবধি চলা এই মহড়াটির ফলে দু বাহিনীর মধ্যকার আন্তঃ যোগাযোগ এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের বাকলোতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে মহড়াটি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে এক বার্তায় মহড়ার বিষয়ে আদ্যোপান্ত জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। মহড়াটিতে কমব্যাট শুটিং, স্নাইপিং, পাহাড়ে বেঁচে থাকা, জিম্মি উদ্ধার মহড়া এবং নিরস্ত্র যুদ্ধের ব্যাপক অনুশীলন করা হয় বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
মহড়াটির ফলে অংশগ্রহণকারী বিশেষ বাহিনী কন্টিনজেন্টের মধ্যে বিশেষ দক্ষতা এবং কৌশল ভাগাভাগি করার পাশাপাশি যৌথ প্রশিক্ষণগুলো ভারত ও কিরগিজস্তানের মধ্যে বিদ্যমান বন্ধনকে আরও শক্তিশালী করেছে যা কৌশলগত স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধার প্রতি বছর ধরে গড়ে তুলেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক