জাতিসংঘের গণতন্ত্র তহবিলে দেড় লাখ ডলার অনুদান দিলো ভারত। বিশ্বব্যাপী গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উদ্দেশ্যে জাতিসংঘের সকল বিদ্যমান প্রচেষ্টাসমূহকে সমর্থনের নিদর্শন স্বরূপ এই পরিমাণ অর্থ দান করেছে নয়াদিল্লী।
পরবর্তীতে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ মার্চ জাতিসংঘ সচিবালয়ে এই চেকটি হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারত জাতিসংঘের গণতন্ত্র তহবিলের অন্যতম প্রতিষ্ঠাতা অংশীদার। এটি এমন এক তহবিল, যা এমন প্রকল্পসমূহকে সমর্থন করে, যা নাগরিক সমাজের কণ্ঠস্বরকে শক্তিশালী করে, মানবাধিকারের প্রচার করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে সমস্ত গোষ্ঠীর অংশগ্রহণকে উত্সাহিত করে।”
উল্লেখ্য, ভারত ইউএনডিইএফ-এর সর্বোচ্চ গভর্নিং বডি- ‘উপদেষ্টা বোর্ডের’ সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও অবধি ইউএনডিইএফ এর তহবিলে ভারত প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দান করেছে, যা দেশটিকে এই ফাণ্ডে অবদান রাখা তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে।
এর আগে গত শনিবার লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘের সংস্থায় ৫ লাখ ডলার অনুদান দিয়েছে ভারত। সেসময়, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি টুইটারে বলেছিলেন, “ভারত নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং লিঙ্গ সমতার উদ্দেশ্যে জাতিসংঘে আমাদের মূল্যবান অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করেছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক