সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী এনজি ইং হেন, সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ডেভিড নিওসহ দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সাথে বৈঠক করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ০৫ এপ্রিল, মঙ্গলবার, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের রোডম্যাপ আলোচনায় মতবিনিময় করেন তারা।
পরবর্তীতে একাধিক টুইটবার্তায় উক্ত বৈঠকসমূহের বিষয়ে নিশ্চিত করে ভারতের সেনাবাহিনী।
জানা গিয়েছে, ভারতীয় সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসময়, সিঙ্গাপুরের সেনাদের অনবদ্য অংশগ্রহণ এবং কুচকাওয়াজের গার্ডের প্রশংসা করেন জেনারেল নারভানে।
পরবর্তীতে সিঙ্গাপুরের ইনফ্যান্ট্রি গানারি ট্যাকটিকাল সিমুলেটর (আইজিটিএস) সেন্টারও পরিদর্শন করেন জেনারেল নারভানে। সেখানে সেনাদের অত্যাধুনিক সিমুলেটর প্রত্যক্ষ করেন তিনি। পূর্বোক্ত সিমুলেটর সিঙ্গাপুরের সৈন্যদের তাদের অস্ত্রশস্ত্র দক্ষতা এবং কমান্ডারদের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করতে সক্ষম করে।
এর আগে তিনদিনের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর যান ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ০৪ এপ্রিল, সোমবার, হতে আগামী ০৬ এপ্রিল অবধি দেশটিতে অবস্থান করবেন তিনি। সফরের প্রথম দিনেই সিঙ্গাপুরের ক্রানজি ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন নারভানে। এসময়, ২য় বিশ্বযুদ্ধকালে সিঙ্গাপুরে জীবন উৎসর্গকারী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর এক টুইটবার্তায় বিষয়টি জানানো হয়।
জানা গিয়েছে, সিঙ্গাপুরে অবস্থানকালে দেশটির পদাতিক বন্দুকধারী কৌশলগত সিমুলেশন এবং ওয়ারগেম সেন্টার, আঞ্চলিক এইচএডিআর সমন্বয় কেন্দ্র, ইনফো ফিউশন সেন্টার এবং চাঙ্গি নৌ ঘাঁটিও পরিদর্শন করবেন ভারতীয় সেনাপ্রধান।
উল্লেখ্য, প্রতিরক্ষা খাতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে এক দীর্ঘস্থায়ী এবং ঐতিহাসিক অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া, বার্ষিক ভিত্তিতে মন্ত্রী এবং সচিব পর্যায়ের সংলাপ, সশস্ত্র বাহিনীর তিনটি শাখার মধ্যে স্টাফ পর্যায়ের আলোচনা, প্রতি বছর ভারতে সিঙ্গাপুর সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ, অন্য কোনো দেশের সাথে ভারতের দীর্ঘতম নিরবচ্ছিন্ন নৌ মহড়া সহ বার্ষিক মহড়া, নৌবাহিনীর জাহাজ পরিদর্শন এবং উপকূল রক্ষা ইস্যুতে গভীর সম্পর্ক রয়েছে দু দেশের। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক