০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রাকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিচ্ছে নয়াদিল্লি। বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন কোয়াত্রা। পূর্বেই জানা গিয়েছিলো, চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন শ্রিংলা। সোমবার (০৪ এপ্রিল) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে বিনয় মোহন কোয়াত্রার নাম ঘোষণা করে মোদী সরকার।

এ সংক্রান্ত্র সরকারি আদেশে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগের নিয়োগ কমিটি ৩০ এপ্রিল শ্রিংলার অবসরের পর তার জায়গায় পররাষ্ট্রসচিব হিসেবে কোয়াত্রার নিয়োগে অনুমোদন দিয়েছে।

১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফসি) কর্মকর্তা বিনয় মোহন কোয়াত্রা। তিনি ওয়াশিংটন, প্যারিস ও বেইজিংয়ে ভারতের কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ৩২ বছরের চাকরি জীবনে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্বজুড়ে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। আর তাতেই ধর্মসংকটে পড়েছে ভারত। পুরনো বন্ধু রাশিয়া নাকি কোয়াড সঙ্গী আমেরিকা, কার পক্ষ নেবে নয়াদিল্লি, তা এখনও নির্ধারণ করতে পারছে না।

এদিকে আবার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তানেও চরমে উঠেছে রাজনৈতিক ডামাডোল। এমন ভূ-রাজনৈতিক ডামাডোল সামলাতে প্রয়োজন পাকা মাথার। ওয়াকিবহাল মহল বলছে, বিনয়মোহন কোয়াত্রার অভিজ্ঞতা নয়াদিল্লিকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

জানা গিয়েছে, শ্রিংলা এখন ২০২৩ নভেম্বরে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সম্পূর্ণ প্রস্তুতির তত্ত্বাবধান করবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

প্রকাশ: ০৫:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রাকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিচ্ছে নয়াদিল্লি। বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন কোয়াত্রা। পূর্বেই জানা গিয়েছিলো, চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন শ্রিংলা। সোমবার (০৪ এপ্রিল) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে বিনয় মোহন কোয়াত্রার নাম ঘোষণা করে মোদী সরকার।

এ সংক্রান্ত্র সরকারি আদেশে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগের নিয়োগ কমিটি ৩০ এপ্রিল শ্রিংলার অবসরের পর তার জায়গায় পররাষ্ট্রসচিব হিসেবে কোয়াত্রার নিয়োগে অনুমোদন দিয়েছে।

১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফসি) কর্মকর্তা বিনয় মোহন কোয়াত্রা। তিনি ওয়াশিংটন, প্যারিস ও বেইজিংয়ে ভারতের কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ৩২ বছরের চাকরি জীবনে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্বজুড়ে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। আর তাতেই ধর্মসংকটে পড়েছে ভারত। পুরনো বন্ধু রাশিয়া নাকি কোয়াড সঙ্গী আমেরিকা, কার পক্ষ নেবে নয়াদিল্লি, তা এখনও নির্ধারণ করতে পারছে না।

এদিকে আবার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তানেও চরমে উঠেছে রাজনৈতিক ডামাডোল। এমন ভূ-রাজনৈতিক ডামাডোল সামলাতে প্রয়োজন পাকা মাথার। ওয়াকিবহাল মহল বলছে, বিনয়মোহন কোয়াত্রার অভিজ্ঞতা নয়াদিল্লিকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

জানা গিয়েছে, শ্রিংলা এখন ২০২৩ নভেম্বরে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সম্পূর্ণ প্রস্তুতির তত্ত্বাবধান করবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক