ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০৪ এপ্রিল, সোমবার, দ্বিপাক্ষিক সম্পর্কের নানাবিধ বিষয়াদি ছাড়াও সাম্প্রতিক বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করেন দুই নেতা। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি জানান ভারতীয় প্রধানমন্ত্রী নিজেই।
নিজ টুইটার একাউন্টে মোদী লিখেছেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে কথা হয়েছে। তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন জেনে অত্যন্ত খুশি হয়েছি। আমরা সাম্প্রতিক বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করেছি। শীঘ্রই তাঁকে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছি। তাঁকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।”
উল্লেখ্য, গতকাল, রবিবার, ভারতে সফরের কথা ছিলো প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। কিন্তু কোভিড পজিটিভ হওয়ায় সেটি স্থগিত করতে হয় তাঁকে। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হওয়ার কথা ছিলো বেনেটের প্রথম ভারত সফর।
সর্বশেষ গত বছর নভেম্বরে গ্লাসগোতে কোপ-২৬ সম্মেলনে দুই নেতার দেখা হয়েছিলো। উল্লেখ্য, চলতি বছর কূটনৈতিক সম্পর্কের ত্রিশ বছর পূর্ণ করতে চলেছে ভারত ও ইসরায়েল। এর আগে ২০১৭ সালে ইহুদী রাষ্ট্রটিতে সফর করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর থেকে দু দেশের মধ্যকার সার্বিক সম্পর্ক আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক