০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতির বৈঠক

তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি সেরদার বারদিমুহামেদোর সাথে সাক্ষাৎ হয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ০২ এপ্রিল, শনিবার, তুর্কমেনিস্তানের রাজধানীতে বৈঠকে বসেন দুই শীর্ষ নেতা। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান বিষয়াদি সহ ইউক্রেন ও আফগানিস্তানের মতো সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন তারা।

বৈঠকের পর ভারতের রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি করা এক প্রেসনোটে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি ও আঞ্চলিক ঐক্যমত্য ফেরানো, অন্তর্ভূক্তি মূলক সরকার গঠন, নারী, শিশু এবং অন্যান্য জাতিগোষ্ঠী এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা, জনগণের জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রদান সহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেছেন ভারত ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বর্তমানে চারদিনের (০১-০৪ এপ্রিল) রাষ্ট্রীয় সফরে তুর্কমেনিস্তানে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তুর্কমেনিস্তান গেলেন কোনো ভারতীয় রাষ্ট্রপতি। সেরদার বের্দিমুহামেদভ নতুন তুর্কমেন প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন । এর ঠিক পরপরই কোবিন্দের তুর্কমেনিস্তান সফর স্বাভাবিকভাবেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে ।

জানা গিয়েছে, তুর্কমেনিস্তানে ভারতীয় রাষ্ট্রপতির সফর চলাকালেই একটি বাণিজ্য চুক্তি হতে পারে দু দেশের মধ্যে। চুক্তিটি দু দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার কাঠামোকে শক্তিশালী করবে বলে ইতোপূর্বে আশাবাদ ব্যক্ত করেছিলেন রামনাথ কোবিন্দ।

এছাড়া, একটি আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর এবং আন্তর্জাতিক পরিবহন ও ট্রানজিট করিডোরে স্থাপনে চুক্তিটি কার্যকর ভূমিকা নিবে বলে ধারণা বোদ্ধামহলের। তুর্কমেনিস্তান সফরে চলতি বছরের জানুয়ারীতে দু দেশের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ফলে গৃহীত আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করবেন কোবিন্দ। সফরকালে আরও কিছু নতুন চুক্তিও স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

তুর্কমেনিস্তান সফরের পরই নেদারল্যান্ডসে পাড়ি জমাবেন কোবিন্দ। সেখানে দেশটির মহামান্য রাজা উইলেম – আলেকজান্ডার এবং মহামান্য রানী ম্যাক্সিমার আমন্ত্রণে ভ্রমণে যাবেন তিনি। নেদারল্যান্ড সফরকালে রাষ্ট্রপতি হিজ রয়্যাল ম্যাজেস্টিস এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনা করবেন তিনি। ১৯৮৮ সালের পর এবারই প্রথম নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন ভারতের কোনো রাষ্ট্রপ্রধান।

সফরটি গুরুত্বপূর্ণ কারণ ২০২২ সালে ভারত এবং নেদারল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে। ২০২১ সালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততার স্তর বাড়ানোর জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব আলোচনা চালু করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্বেই আজাদি কা মহোৎসব ঘোষণা দিয়েছিলো মোদী সরকার। এই প্রেক্ষিতে, জল, কৃষি, উদ্ভাবন, শক্তি, জলবায়ু এবং সংস্কৃতি সহ বিভিন্ন খাতে বিস্তৃত সহযোগিতা করতে নেদারল্যান্ডসের সঙ্গেও সম্পর্ক পুনর্মূল্যানের চিন্তা করছে সরকার।

স্বাধীনতার ৭৫ বছরে পা রাখায় এবং আজাদি কা মহোৎসব উদযাপনের অংশ হিসেবে ভারতকে ৩০০০ তাজা টিউলিপ ফুল উপহার দিয়েছে নেদারল্যান্ডস। সবগুলো ফুল জওহরলাল নেহরু ভবনের বাগানে রোপণ করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারত-তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতির বৈঠক

প্রকাশ: ০৪:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২

তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি সেরদার বারদিমুহামেদোর সাথে সাক্ষাৎ হয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ০২ এপ্রিল, শনিবার, তুর্কমেনিস্তানের রাজধানীতে বৈঠকে বসেন দুই শীর্ষ নেতা। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান বিষয়াদি সহ ইউক্রেন ও আফগানিস্তানের মতো সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন তারা।

বৈঠকের পর ভারতের রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি করা এক প্রেসনোটে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি ও আঞ্চলিক ঐক্যমত্য ফেরানো, অন্তর্ভূক্তি মূলক সরকার গঠন, নারী, শিশু এবং অন্যান্য জাতিগোষ্ঠী এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা, জনগণের জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রদান সহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেছেন ভারত ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বর্তমানে চারদিনের (০১-০৪ এপ্রিল) রাষ্ট্রীয় সফরে তুর্কমেনিস্তানে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তুর্কমেনিস্তান গেলেন কোনো ভারতীয় রাষ্ট্রপতি। সেরদার বের্দিমুহামেদভ নতুন তুর্কমেন প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন । এর ঠিক পরপরই কোবিন্দের তুর্কমেনিস্তান সফর স্বাভাবিকভাবেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে ।

জানা গিয়েছে, তুর্কমেনিস্তানে ভারতীয় রাষ্ট্রপতির সফর চলাকালেই একটি বাণিজ্য চুক্তি হতে পারে দু দেশের মধ্যে। চুক্তিটি দু দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার কাঠামোকে শক্তিশালী করবে বলে ইতোপূর্বে আশাবাদ ব্যক্ত করেছিলেন রামনাথ কোবিন্দ।

এছাড়া, একটি আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর এবং আন্তর্জাতিক পরিবহন ও ট্রানজিট করিডোরে স্থাপনে চুক্তিটি কার্যকর ভূমিকা নিবে বলে ধারণা বোদ্ধামহলের। তুর্কমেনিস্তান সফরে চলতি বছরের জানুয়ারীতে দু দেশের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ফলে গৃহীত আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করবেন কোবিন্দ। সফরকালে আরও কিছু নতুন চুক্তিও স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

তুর্কমেনিস্তান সফরের পরই নেদারল্যান্ডসে পাড়ি জমাবেন কোবিন্দ। সেখানে দেশটির মহামান্য রাজা উইলেম – আলেকজান্ডার এবং মহামান্য রানী ম্যাক্সিমার আমন্ত্রণে ভ্রমণে যাবেন তিনি। নেদারল্যান্ড সফরকালে রাষ্ট্রপতি হিজ রয়্যাল ম্যাজেস্টিস এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনা করবেন তিনি। ১৯৮৮ সালের পর এবারই প্রথম নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন ভারতের কোনো রাষ্ট্রপ্রধান।

সফরটি গুরুত্বপূর্ণ কারণ ২০২২ সালে ভারত এবং নেদারল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে। ২০২১ সালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততার স্তর বাড়ানোর জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব আলোচনা চালু করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্বেই আজাদি কা মহোৎসব ঘোষণা দিয়েছিলো মোদী সরকার। এই প্রেক্ষিতে, জল, কৃষি, উদ্ভাবন, শক্তি, জলবায়ু এবং সংস্কৃতি সহ বিভিন্ন খাতে বিস্তৃত সহযোগিতা করতে নেদারল্যান্ডসের সঙ্গেও সম্পর্ক পুনর্মূল্যানের চিন্তা করছে সরকার।

স্বাধীনতার ৭৫ বছরে পা রাখায় এবং আজাদি কা মহোৎসব উদযাপনের অংশ হিসেবে ভারতকে ৩০০০ তাজা টিউলিপ ফুল উপহার দিয়েছে নেদারল্যান্ডস। সবগুলো ফুল জওহরলাল নেহরু ভবনের বাগানে রোপণ করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34