বয়স সবে ১৭। এই বয়সেই নিজের আগমনী বার্তা জানান দিয়েছেন রেইনিয়ে জেসাস। প্রতিভা-দক্ষতায় তাকে বিবেচনা করা হচ্ছে ব্রাজিলের আগামীর ’১০ নম্বর’ হিসেবে। এমন অমিয় প্রতিভাকে কেনার সুযোগ হাতছাড়া করতে পারে রিয়াল মাদ্রিদ! রিয়াল সেই বোকামি করেওনি। বরং ইউরোপের অন্য ক্লাবগুলোকে টেক্কা দিয়ে ব্রাজিলিয়ান তরুণকে ঠিকিই কিনে ফেলল রিয়াল।
না, এখনো আনুষ্ঠানিক চুক্তিটা হয়নি। তবে রেইনিয়ে জেসাস ও তার বর্তমান ক্লাব ফ্লামেঙ্গোর সঙ্গে কথা-বার্তা পাকা করে ফেলেছে রিয়াল। দুই ক্লাবই চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। ৩০ মিলিয়ন ইউরোয় ফ্লামেঙ্গো ছেড়ে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের নতুন বিস্ময় রেইনিয়ে জেসাস।
আগামী ১৯ জানুয়ারি ১৮-তে পা রাখবেন ব্রাজিল তরুণ। স্পেনের গণমাধ্যমের খবর, সেদিনই আনুষ্ঠানিক চুক্তিটা সেরে ফেলবে রিয়াল। কিনতে পেরেছে বটে। তবে কেনার আগে রিয়ালকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। কারণ ব্রাজিলের এই নতুন বিস্ময়কে কেনার দৌড়ে ছিল বার্সেলোনা এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও।
আগ্রহী ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ, পিএসজির মতো ক্লাবগুলোও। বরং রেইনিয়ে জেসাসকে কেনার দৌড়ে রিয়ালই পরে যোগ দেয়। তবে পরে যোগ দিয়েও জয়ী হলো তারাই। চুক্তির পর রেইনিয়ে জেসাস মূলত যোগ দেবেন রিয়ালের বি দল অর্থাৎ ক্যাস্তিয়াতে। যে দলটির বর্তমান কোচ রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস।
ক্যাস্তিয়া জয় করেই তাকে আসতে হবে জিনেদিন জিদানের নেতৃত্বাধিন রিয়ালের মূল দলে। যেখানে বর্তমানে তার ৪ জন স্বদেশি রয়েছেন। মার্সেলো, কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস।
রেইনিয়ে জেসাস নিজের প্রতিভার জানান প্রথম দিয়েছেন ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে। যেখানে ব্রাজিলের ‘বিখ্যাত ১০ নম্বর’ জার্সিটার মর্যাদাও রেখেছেন তিনি। একজন মিডফিল্ডার হয়েও ১০ ম্যাচে করেছেন ৬ গোল। পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দলেও। অনূর্ধ্ব-২৩ দলেও তার গায়ে ’১০ নম্বর’ চাপবে বলেই আভাস। স্বাভাবিকভাবেই ব্রাজিল জাতীয় দলের আগামীর ’১০ নম্বর’ ভাবা হচ্ছে তাকে।
ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে রেইনয়ের শীর্ষ পর্যায়ে অভিষেক গত জুলাইয়ে। সেই থেকে ফ্লামেঙ্গোর হয়েও শীর্ষ পর্যায়ে ১০টি ম্যাচ খেলেছেন। কাকতালীয়ভাবে ক্লাবের হয়েও ১০ ম্যাচে করেছেন ৬ গোল। ডিসেম্বরে বিশ্ব ক্লাব বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। নিজেকে আলাদা করে চিনিয়েছেন লিভারপুলের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও।
যদিও শিরোপা তার দল পায়নি। ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপটা জিতে নিয়েছে লিভারপুল। তবে রেইনিয়ে ও তার দলের সর্বনাশটা করেন একজন ব্রাজিলিয়ানই। ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর একমাত্র গোলেই ফ্লামেঙ্গোকে হারায় লিভারপুল।
যাই হোক, অমিয় প্রতিভা আর উড়ন্ত পারফরম্যান্সের জন্যই রেইনিয়ে জেসাসকে কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল ইউরোপের বড়বড় ক্লাবগুলো। তবে বার্সা, ম্যান সিটি, পিএসজি, অ্যাতলেতিকোকে হারিয়ে রিয়াল ব্রাজিলের আগামীর তারকাকে কিনেছে সস্তাতেই। ফ্লামেঙ্গোতে রেইনিয়ের রিলিজ ক্লজ ছিল মূলত ৭০ মিলিয়ন ইউরো। কিন্তু বিক্রির আশাতেই কিনা ফ্লামেঙ্গো নতুন চুক্তিতে রেইনিয়ের রিলিজ ক্লজ কমিয়ে আনে ৩০ মিলিয়ন ইউরোতে। রিয়াল খুশি মনেই নতুন রিলিজ ক্লজের পুরো টাকা দিতে রাজি হয়েছে!