গত এক দশকে টি২০’র সেরা উইকেট শিকারির তালিকা প্রকাশ করেছে খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে সবার ওপরে রশিদ খান। আর তিনে বাংলাদেশের সাকিব আল হাসান।
গত দশ বছরে চার ছক্কার ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া রশিদ খানের ইকোনমিক রেট ৬.১৫। দুইয়ে লংকান তারকা লাসিথ মালিঙ্গা। এই সময়ের মধ্যে তিনি নিয়েছেন ৮২ উইকেট। তার বোলিং ইকোনমিক ৭.১৫। আর ৭৯ উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। তার ইকোনমিক রেট ৬.৮৩।
উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।
ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।
পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।