নিউজ ডেস্ক:
আর ক’দিন পর নতুন বছর। বিদায় নেবে ২০১৯, আসবে নতুন দিন, উঠবে নতুন সূর্য। নব উদ্যমে শুরু হবে পথচলা। তাই বলে পুরনোকে ভুললে কী চলে?
২০১৯, নানা ঘটনার কারণে মানুষের মনে থাকবে বহুদিন। তবে বছরজুড়ে আলো-ছায়ার মাঝে রোমাঞ্চকর ঘটনাও কম ছিল না। অন্যসব অঙনের মতো স্পোর্টসও আছে সেই কাতারে। গুগলের বাৎসরিক ‘ট্রেন্ড’ ঘাঁটলে চোখে পড়বে তেমনি কিছুই।
প্রতিবছরের মতো এবারও গুগল প্রকাশ করেছে সর্বাধিক সার্চ কি-ওয়ার্ড। অর্থাৎ কোন দেশ থেকে কোন ব্যক্তি বা কোন শব্দটা বেশিবার সার্চ হয়েছে কিংবা বেশি বেশি দেখেছেন মানুষ।
একটা উদাহরণ দিলে আরেকটু স্পষ্ট হবে বিষয়টি। এই ধরুন ক্রিকেটার রুবেল হোসেনের সাবেক প্রেমিকার নাজনীন আক্তার হ্যাপির কথাই বলি। ২০১৯ সালে কেবল তার নাম সার্চ হয়ে অগণিত বার।
যেখানে সবচেয়ে বেশি সিলেট অঞ্চলের মানুষ খুঁজেছেন হ্যাপিকে। তালিকায় দুইয়ে আছে চিটাগাং বিভাগ। এক বছরে এই বিভাগ থেকে সার্চের হার ৫৪ শতাংশ। তিন নম্বরে ঢাকা বিভাগ। সবমিলিয়ে যতবার হ্যাপিকে খোঁজা হয়েছে তার মধ্যে ঢাকা থেকে সার্চের হার ২৫ শতাংশ। তবে কারা খুঁজছেন হ্যাপিকে সেটা জানার উপায় রাখেনি গুগল।
উল্লেখ্য, চিত্রনায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে ব্যক্তিজীবনে নানা ঝড় সামলাতে হয়েছে ক্রিকেটার রুবেলের। একটা সময় হ্যাপির মামলার জালেও পড়েন তিনি। এছাড়া মাঝে মধ্যে ওই নায়িকা হুমকি দেন, রুবেলকে বিয়ে করতে দেবেন না।
এমনকি বিয়ের পরও নানাভাবে নাকি হুমকি শুনতে হয় রুবেলকে। তবে গত কয়েক বছর সেই জ্বালাতন নেই। বেশ ভালোই চলছে রুবেল-দোলার সংসারজীবন। গত ২৪ অক্টোবর চতুর্থ বিবাহবার্ষিকীও পালন করেন ধুমধাম করে।