নিউজ ডেস্ক:
ভারতের নামকরা প্রতিষ্ঠান আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধোনি। বিক্রি করা ফ্ল্যাট গ্রাহকদের বুঝিয়ে না দেওয়াতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় জড়িয়ে গেছে ধোনির নামও।
গত ২৩ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে, ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে একাধিক প্রতিষ্ঠানের মাঝে অর্থ বণ্টন করেছে আম্রপালি গ্রুপ। আর যেসব প্রতিষ্ঠানে অর্থ বণ্টন করা হয়েছে তার মধ্যে কয়েকটি আবার ধোনির স্ত্রী সাক্ষীর নামে নিবন্ধিত।
মামলায় বলা হয়েছে, ধোনি নিজেই এই বড় রকমের অর্থ কারসাজিতে জড়িত। এটাও বলা হয়েছে, বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক আগ্রাসীভাবে প্রতিষ্ঠানটির প্রচারণা করেছেন ধোনি। এতেও প্রভাবিত হয়েছেন ক্রেতারা।
সময়টা ভালো যাচ্ছে না ধোনির। অনেক দিন থেকে জাতীয় দলে নেই। সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাট হাতে দেখা গিয়েছিল তাকে। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে উঠেনি। ধোনিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে ভারত।
তবে তিন সিরিজের মধ্যে আলোচনাও কম হয়নি। কবে ফিরবেন, আর কী দেখা যাবে না? এমন গুঞ্জনের মাঝে তাহলে এবার স্বস্তির আভাসই মিলল। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের আগেই মাঠে দেখা যাবে ধোনিকে।