নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা জুড়ে সহায়তা অব্যহত রেখেছে সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। তারই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে ও সহায়তায় এবং সঞ্জীবনের তত্তাবধানে উক্ত ত্রাণ সেবা পৌছে দেয়া হয় শহরের অসহায় নানা মানুষের মাঝে।
এ প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে এসে দাড়িয়েছে। তাঁরই ধারাবাহিকতায় বর্তমান করোনা মহামারীতে ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সহায়তায় আমরা ত্রাণ কার্যক্রমটি সমাধা করতে পারলাম। এক্ষেত্রে আমাদেরকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমাদের শ্রদ্ধেয় অগ্রজ আনিস ভাই অনেক সহায়তা করেছেন। আর আমাদের সঞ্জীবন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে ময়মনসিংহ মহানগর শাখার পূর্ণ সমর্থন ও সহায়তায় কাজটি সুষ্ঠুভাবে সমাধান করতে পেরেছি আমরা। মহানগর শাখার সভাপতি রিফাত ইসলামও এক্ষেত্রে খুব সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও দেশের ক্রান্তিলগ্নে আমরা আমাদের কার্যক্রম অব্যহত রাখবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”