Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/page/header_design_two.php on line 68
Update Time :
03:49:25 pm, Saturday, 16 March 2019
116
Time View
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলা শাখা সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন এটিএম শামছুজ্জামান রবিন এবং খায়রুল ইসলাম অনেস্ট। বিগত ১৫ মার্চ, ২০১৯ ইং কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল এবং সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিন, সভাপতি, টাঙ্গাইল জেলা সঞ্জীবন
নবগঠিত জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে রবিন বলেন,
“যে আশা ও উদ্দেশ্য নিয়ে আমার উপর এ গুরুদায়িত্ব দেয়া হয়েছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে তার বাস্তবায়নের জন্য। আমার জেলায় সঞ্জীবনের সকল রকমের প্রসার ও প্রচারই হবে আমার কমিটির প্রথম উদ্দেশ্য। ইনশাআল্লাহ সকলের সহায়তা পেলে আমরা ভালো কিছু করবো।”
অনেস্ট, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা সঞ্জীবন
টাঙ্গাইল জেলা শাখা সঞ্জীবনের সমন্বয়ক, সঞ্জীবনের শিক্ষা প্রকল্পের চেয়ারম্যান নুসরাত রহমান মীম বলেন,
“আমার নিজ জেলা টাঙ্গাইলে অনেকদিন যাবতই চেষ্টা করছিলাম সঞ্জীবনের শাখা স্থাপন করার জন্যে। কিন্তু ব্যাটে-বলে একবারও মিলছিলো না। এবার সবকিছু ভালোয় ভালোয় ঘটে যাওয়ায় আল্লাহর নিকট লাখো শুকরিয়া। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।”
Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_two.php on line 177