নিজস্ব প্রতিবেদক: সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সঞ্জীবনের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় সঞ্জীবনের সাবেক সম্পাদক মেহেদী হাসান রানা এবং মুবাশশিরা যারীন পৃথ্বীকে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, এটি সঞ্জীবনের ৩৬ তম শাখা।
২৫ ডিসেম্বর, ২০১৯ দুপুরে সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল এবং সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঞ্জীবনের কমিটি স্থাপনের ঘোষণা দেয়া হয়। উক্ত কমিটির ব্যাপারে কেন্দ্রীয় সঞ্জীবনের সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় বলেন,
“প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যেমন নিজেকে ভাগ্যবান মনে হয়েছে সবসময়, আজকে ঢাবিতে প্রাণপ্রিয় সংগঠনের শাখা স্থাপনের মাধ্যমে আরও গর্ব অনুভূত হচ্ছে। সবার কাছে দোয়া চাই যেনো আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সবার কাছে পৌছুতে পারি ভালোভাবে।”
উল্লেখ্য, রানা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৃথ্বী লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।
Heya i’m for the first time here. I came across this board and I find It truuly useful & it helped me out much.
I hope to give something back and aid others like you aided me.