নিজস্ব প্রতিবেদক: সঞ্জীবন, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এস.এস একাডেমি স্কুলে ক্লাস প্লে থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চা শিক্ষার্থীদের মাঝে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। শিশুদের মাঝে প্রাণোচ্ছলতা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট উপজেলা সভাপতি ইয়াসিন।
১৬ ডিসেম্বর, ২০১৯ তারিখে শাখা সভাপতি ইয়াসিনের সভাপতিত্বে এবং শাখা সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন গৌরীপুরের শ্যামগঞ্জ হাইস্কুলের শিক্ষক এবং গৌরীপুর উপজেলা শাখা সঞ্জীবনের উপদেষ্টা গোবিন্দ বণিক, বিশেষ অতিথি ছিলেন সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখা সভাপতি গোবিন্দ মোদক, অন্যান্য অতিথির মধ্যে ছিলেন জেলা শাখা সহ সভাপতি ফারজানা রহমান, কোষাধ্যক্ষ টিপু সুলতান, স্বাস্থ্য সম্পাদক জীবন চন্দ্র বিশ্বাস, কার্যকরী সদস্য তাবাসসুম মৌরী, শুকতারা কিন্ডারগার্টেনের পরিচালক শেখ রাসেল সহ প্রমুখ।
উক্ত আয়োজন সুসম্পন্ন করায় প্রধান অতিথি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন শাখার সদস্য সবাইকে এবং ভবিষ্যতে কাজের ধারা অব্যহত রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি উপজেলায় প্রয়োজনীয় সব রকমের সহায়তা অব্যহত রাখার ঘোষণা দেন তিনি।
ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গোবিন্দ মোদক বিশেষ অতিথির বক্তব্যে বলেন,
“এই গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে যাত্রা আরম্ভ করেই আমার সাংগঠনিক ক্যারিয়ারের শুরু। এই এলাকা আমার জন্মভূমি। তাই স্বভাবতই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং প্রিয়। এখানকার বর্তমান কমিটির আমার ছোট ভাই ও বোনেরা যে পরিমাণ কাজকর্ম গুছিয়ে নিচ্ছে এবং তরুণ এবং শিশুদের জন্য কাজ করছে যেভাবে, তা দেখে আমি সত্যিই আন্দোলিত হই। আমি গর্বিত এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে, সর্বোপরি আমাদের সঞ্জীবন পরিবার যেনো সর্বত্র ছড়িয়ে যায়, এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ।”
অনুষ্ঠান শেষে বাচ্চাদের মাঝে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ করা হয়।