তরুণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম তপু’র জন্মদিন আজ

তরুণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম তপু’র জন্মদিন আজ

 বিশেষ প্রতিনিধি:

যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি মোঃ জাহাঙ্গীর আলম তপু । আজ ৩১ ডিসেম্বর শুক্রবার তরুণ প্রজন্মের সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম তপু’র জন্মদিন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা ৯ নং বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে নিজ বাড়িতে তার জন্ম।

তার ছেলেবেলা কেটেছে ময়মনসিংহের বাতির কল ও নতুন বাজার । ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড় ছেলে সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম তপু । বাবা ছিলেন ব্যবসায়ী। মা গৃহিনী। এক মুসলিম পরিবারে তার জন্ম। বাবা, মা ভাই বোনের আদরের তিনি। পড়াশোনা করেছেন ধলা হাই স্কুলে । তরুন এই কলমযোদ্ধা সাংবাদিক জাহাঙ্গীর আলম তপু তার খুব ভালো লাগে সাংবাদিকতা করতে তিনি প্রথমে ২০০৯ সালে সপ্তাহিক ত্রিশাল বার্তা’য় লেখালেখি শুরু করেন। এর পর তিনি দৈনিক দিনের আলো’য় ত্রিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি “ দৈনিক গণজাগরণ” ময়মনসিংহ জেলা রিপোর্টার এবং “ দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায়” ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করতেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় অনলাইন পোর্টাল BD24CRIME এর সম্পাদক ও প্রকাশক, ময়মনসিংহ টাইমস এর সম্পাদক ও বিডিসি ক্রাইম বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তাছাড়া এই তরুণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম তপু সাংবাদিক সংগঠন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো’র ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ঢাকা প্রেসক্লাব এসোসিয়েট মেম্বার, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি ময়মনসিংহ জেলার সভাপতি, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাব কার্যকারী সদস্য। তরুন এই সাংবাদিকের, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন। মোঃ জাহাঙ্গীর আলম তপু জানান, তার প্রিয় রঙ নীল ও লাল। খেতে ভালবাসেন দেশীয় যেকোনো খাবার। প্রিয় ফল আম। প্রিয় ফুল গোলাপ। পছন্দের পোশাক জিন্স-টি শার্ট । প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় ঋতু বর্ষা। বই পড়া তার একটি বড় অভ্যাস। অবসরের বেশিরভাগ সময়ই কাটে বই পড়ে। গান শুনতে খুব পছন্দ করেন।

পছন্দের শিল্পী আসিফ আকবর, এস এম শরৎ, জেমস, হেমন্ত মুখোপাধ্যায়, । হলিউড মুভির প্রতি দুর্বলতা রয়েছে। ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন।তবে সবচেয়ে পছন্দের স্থান নিজের বাড়ি। জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন সাধারণত ত্রিশাল উপজেলা প্রেসক্লাবে জন্মদিনের আয়োজন থাকে। আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা। ব্যক্তিগত জীবনে বিবাহিত । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন। সাংবাদিক জাহাঙ্গীর আলম তপু’র শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*