অনলাইন ডেস্ক:
দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারী বিক্রেতাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।রোববার(১ ডিসেম্বর) রাতে হিলির মাঠপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হিলি মাঠপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে নুরবানুর(৩০) ও একই এলাকার আমিরুল ইসলাম(৩৫), নাদিম হাসান(২৮), শামিম হোসেন(৩৩) এবং সোহেল রানা(৩৫)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাঠপাড়া এলাকার নুরবানুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করেন। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর সোমবার (২ ডিসেম্বর) জেলহাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।