নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয়বারের মত সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক ও বর্তমান পরিচালনা পর্ষদ সদস্য নূর হোসেন হৃদয়। সঞ্জীবন পরিচালনা পর্ষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে টানা দ্বিতীয়বারের মত এ দায়িত্ব পেলেন তিনি।
দ্বিতীয়বারের মত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হৃদয় বলেন,
“সংগঠনের শুরু থেকেই এর ভিত্তি মজবুতে কাজ করে গিয়েছি। গত বছরটি আমাদের জন্য অনেক টাফ ছিলো। আলহামদুলিল্লাহ সফলতার সঙ্গে তা কাঁটিয়ে উঠতে পেরেছি। আমি সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই পুনরায় আমাকে এ পদে নির্বাচিত করার জন্যে। ইনশাআল্লাহ সামনের এক বছরে অনেকগুলো চমক নিয়ে আমরা হাজির হবো।”
উল্লেখ্য, সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক হিসেবে জায়গা করে নেন নূর। এরপর প্রথমে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি। সফলতার সঙ্গে সে দায়িত্ব পালন করার স্বীকৃতি স্বরূপ পুনরায় এ পদে নির্বাচিত হলেন তিনি।