নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র জনাব ইকরামুল হক টিটু-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো সঞ্জীবন, ময়মনসিংহ মহানগর শাখা। গত ১০ নভেম্বর, ২০১৯ ইং তারিখ, রবিবার, তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর সঞ্জীবনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।
এ বিষয়ে শাখা সভাপতি রিফাত ইসলাম দৈনিক নবযুগকে বলেন,
“টিটু ভাই মেয়র হিসেবে নির্বাচিত হবার পর থেকেই ময়মনসিংহ শহরে অভূতপূর্ব উন্নতি সাধন করে চলেছেন। তাঁকে আমরা সবাই খুব ভালোবাসি এবং শ্রদ্ধার চোখে দেখি। তিনি তরুণদের কাছে আইকন হিসেবে বিবেচ্য। আমরাও আমাদের অবস্থান থেকে ময়মনসিংহ মহানগরীর উন্নতির জন্য কাজ করতে চাই, কাজ করছি। তাই তাঁর কাছে সৌজন্য সাক্ষাতের সুযোগ চেয়েছিলাম এবং আমরা আমাদের কমিটির সবাইকে সঙ্গে করে তাঁর সঙ্গে দেখা করে এসেছি। আশা করি তাঁর সুযোগ্য নেতৃত্ব ময়মনসিংহ মহানগরীকে আরও উন্নত করে গড়ে তুলবে। আমরা আমাদের অবস্থান থেকে সবসময় তাঁকে সমর্থন করি এবং আমাদের সংগঠনের মাধ্যমে ভালো কাজের অঙ্গীকার করি।”
এ সময় উপস্থিত ছিলেন শাখা সাধারণ সম্পাদক হাসনাত মোহাম্মদ ইউসুফ, জাহিদ, শান্ত, সোহান, প্রান্ত, সাব্বির, হৃদয়, তৌফিক, প্রিতম, ইমরান, আবির, রবিন, রাসেল সহ আরও অনেকে।