নিজস্ব প্রতিবেদক: রংপুর এ সঞ্জীবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা-র পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে আগত স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শাখা সঞ্জীবনের সভাপতি নাজমুল হুদা অর্ক দৈনিক নবযুগ-কে নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা দিতে আগত শিক্ষার্থীদের সাহায্য করার ব্যাপারে তিনি বলেন,
“আমরা জানি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে সারাদেশ থেকে শিক্ষার্থীদের আগমন ঘটে। আমাদের ক্যাম্পাসও এর ব্যাতিক্রম নয়। তখন অনেকেরই থাকা-খাওয়া সহ বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সেসব শিক্ষার্থী, যারা অসহায় কিংবা সাহায্য প্রয়োজন, তাঁদের সাহায্যার্থে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে সঞ্জীবন, বেরোবি শাখার সকল সদস্য আমরা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কারুর প্রয়োজন পড়লে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে সহযোগীতা করার জন্য।”
উল্লেখ্য, আগামী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ আগামী ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর অবধি স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।